পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুন ২০২৫ ০৩:৫০ পিএম
পিরোজপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার ১
পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা সহ শাহীন হাওলাদার (৩৬) নামে ১ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ জুন) রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের হোরের হাওলা নামক স্থানের তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার ৩শ ৭৪ পিস ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সঙ্গীয় ফোর্স সহ মাদক কারবারী শাহীন হাওলাদারকে পিরোজপুর পৌরসভার হোরের হাওলা নামক স্থান থেকে ২ হাজার ৩শ ৭৪ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের পুত্র। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের জন্য খুঁজছে। সোমবার রাতে তাকে ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবার অবৈধ বাজার মূল্য আনুমানিক প্রতি পিস ৪শ টাকা হারে ৯ লক্ষ ৪৯ হাজার ৬শ টাকা বলে পুলিশ জানিয়েছেন।
এ বিষয়ে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টায় পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান।
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান, শাহিন হাওলাদার নামে এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জাআ