জালে ধরা পড়ল ২৫ কেজির বোয়াল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বৃহৎ আকারের বোয়াল মাছ। সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর ব্রিজের নিচে তিতাস নদী থেকে মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা।
জানা যায়, নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মন ও তাঁর সঙ্গীরা প্রতিদিনের মতো তিতাস নদীতে মাছ ধরতে যান। বাছুরি নৌকায় করে তাঁরা নদীতে জাল ফেলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের জালে ২৫ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারে কুয়েতপ্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
নৌকার মালিক সুধীর বর্মন বলেন, ‘দুপুরে তিতাস নদীতে আমাদের জালে বিশাল একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে আমরা মাছটি বাজারে নিয়ে যাই।’
নৌকার আরেক জেলে বীরোন্দ্র বর্মন বলেন, ‘মাছটির ওজন ছিল প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি। তিতাস নদীতে এত বড় বোয়াল খুব একটা ধরা পড়ে না। সৌভাগ্যক্রমে আমাদের জালে ধরা পড়েছে।’
বড় আকারের বোয়াল মাছ ধরতে পেরে জেলেরা খুব খুশি বলে জানান।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
‘আমি কন্যাশিশু- স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে দিনাজপুরের বিভিন্ন উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জাতিসংঘের শিশুসনদ আইন অনুযায়ী কন্যাশিশুদের সুরক্ষার জন্য বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আদেশে ২০০৩ সাল থেকে ৩০সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে থাকে।বুধবার (৮অক্টোম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বর্ণাঢ্য অয়োজনে দিবসটি উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. ইসাহাক আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যা শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডলের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামাতে ইসলামীর সভাপতি মাও. মো. হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমান, মৎস্য বিষয়ক কর্মকতা মোছা. রাশেদা আক্তার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের প্রতি পরিবার ও সমাজের সৃষ্টিভুঙ্গি পরির্বতনের আহবান জানিয়ে বলেন, কন্যা শিশুরা সমাজের বোঝা নয়। তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পিতা-মাতা ও পরিবারের প্রতি তারাই বেশি যত্নশীল।অতিথিবৃন্দ, মানবিক গুণাবলি ও শিক্ষা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে বলেন, কন্যা শিশুরা শিক্ষিত হলে সমাজ আলোকিত হবে। এ সময় উপজেলা আমির মাও. হাবিবুর রহমান বলেন, বহুবছর পূর্বেই ইসলাম কন্যাশিশু ও নারীর সুরক্ষা, সম্পদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেছে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- মেয়েশিক্ষার্থী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
মাদারীপুরের শিবচরে এক সংবাদকর্মীর বাসায় তালার লক ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এসময় তার পাশের ফ্লাটের ভাড়াটিয়া ব্যবসায়ী মুঞ্জুরুল ইসলামের বাসায়ও চুরি হয়। এ ঘটনায় ২৫ হাজার টাকা ও ১২ ভরি স্বর্নালঙ্কার খোয়া গেছে।ভুক্তভোগী সংবাদ কর্মীর নাম অপূর্ব দাস অপু। তিনি মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি। বর্তমানে একটি অনলাইন নিউজ পৌর্টালে কর্মরত। আর মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়ার ব্যবসা করছেন।বুধবার (০৮ অক্টোবর) সকালে পৌর এলাকার কলেজ মোড় সংলগ্ন তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তবে চুরির সময় তারা দুই ভুক্তভোগী বাসায় ছিলেন না।ভুক্তভোগী সাংবাদিক অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন যাবত তিনি স্ত্রী ও সন্তানসহ ভারতে অবস্থান করছে। সকালে তার প্রতিবেশী মুঞ্জুরুল ইসলাম তাকে কল করেন এবং তাদের দুই ঘরের দরজার তালা ভাঙ্গা ও ঘরের মালামাল এলোমেলো রয়েছে বলে জানান। খবর পেয়ে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নিরবকে বাসায় পাঠান। নিরব বাসায় গিয়ে দেখেন দরজার লক ভাঙা। ঘরের জিনিসপত্র এলোমেলো।পরে তার রেখে যাওয়া প্রায় ৭ ভরি স্বর্নালঙ্কার খুজলে তা পাননি। বাসার ভাড়াটিয়া মঞ্জুরুল আলম বলেন, গতকাল আমি আমার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যাই। আজ দুপুরে বাসায় এসে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। পরে ঘরের ভিতরে গিয়ে দেখি আলমারী ও ওয়ারের তালা ভাঙ্গা। চোর চক্র আলমারির মধ্যে থাকা আমাদের ৫ ভরি স্বর্ণ ও ২৫ হাজার টাকা নিয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই তারা যেন দ্রুত এদের খুঁজে আইনের আওতায় আনেন।মঞ্জরুল ইসলাম আরও জানান, এই বাসায় বছরখানেক আগেও পাশের ফ্ল্যাটে চুরি হয়েছে। তিনি বিষয়টি নিকটস্থ থানাকে জানিয়েও কোন উপকার পাননি।খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ২২ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।বিজিবি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৮ অক্টোবর ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক পিএসসি'র পরিকল্পনা ও নির্দেশ অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উন্নতমানের ভারতীয় প্যান্ট পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৬২ হাজার টাকা।উল্লেখ্য যে, কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবি চোরাচালানী পণ্য আটকের বিষয়ে সীমান্তে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।ভোরের আকাশ/জাআ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদল নেত্রী অ্যাডভোকেট মমতাজ করিমের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসার মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মহিলা দল আয়োজিত এই বিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রথম শ্রেণীর ঠিকাদার নজরুল ইসলাম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহনাজ পারভিন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, আবিদা সুলতানা অপু, হাওয়া বেগম, আশা আক্তার, ও কোহিনুর বেগম প্রমুখ।বক্তারা, সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রদানে উৎসাহিত করেন। মতবিনিময় সভায় প্রতিটি কর্মীকে একজন করে সুলতান হয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোটদানে উৎসাহিত করার আহ্বান জানানো হয়। মত বিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার মহিলা ভোটার অংশগ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ