ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৭:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মিলনায়তনে বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক আয়োজিত এক বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর পরিষদের উপস্থিতিতে পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ করেন পৌরসভার মান্যবর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস।
পৌর পরিষদের সদস্যগণের সহমতের ভিত্তিতে সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুমোদন হয়। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গোলাম কাউছারসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই