ছবি: ভোরের আকাশ
‘খাল কেটে কৃষক বাচাঁও, ফসল বাড়াও’- শ্লোগানে বরগুনার তালতলীতে গোপের খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩০ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার ছোটবাগী ইউনিয়নের বেতিপাড়া গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক কৃষক অংশগ্রহন করেন।
এ সময় বক্তারা বলেন, গোপের খালটি পায়রা নদীর শাখা খাল হিসেবে রেকর্ডভুক্ত হয়ে আছে। খালটির পানি প্রবাহ সচল থাকাকালীন সময়ে বেতিপাড়া, জাকিরতবক, সুন্দরীয়া, চরপাড়া এলাকার কয়েক হাজার কৃষক ফসল উৎপাদন করতেন। কিন্তু খালটি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় এ এলাকার জমিতে ফসল উৎপাদন করা যাচ্ছে না। তাই খালটি খনন না হলে এই এলাকার কৃষকরা মাঠে মারা যাবে। খালটি ভরে যাওয়ায় শুকনো মৌসুমে এলাকার মাঠে পানি উঠতে পারে না, আর বৃষ্টি মৌসুমে পানি নামতে পারে না। খালটি খনন হলে এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকদের মুখে হাসি ফুটবে। তাই অতিদ্রুত খাল খননের দাবি জানান কৃষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য এনায়েদ প্যাদা, সমাজ সেবক মো. শাহ-আলম, কৃষক পরিমল বাবু, হারুন প্যাদা, মোঃ ইসাহাক প্যাদা, আব্দুল কাদের, মোঃ সুলতান মিয়া প্রমুখ।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২৪) নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই যুবকটি মারা যান।স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় মাথা থেতলে যাওয়ায় নিহত ব্যক্তিকে চেনা যাচ্ছে না। আর পুলিশ খবর পেয়ে রাতেই লাশ নিয়ে গেছে।সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এখনো ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটি মর্গে রাখা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০) নামের দুই মাদক কারাবারিকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলার দুবলাগাড়ী এলাকায় মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে ও আকাশ মিয়া হায়দার আলীর ছেলে।অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। তখন পেছনের সিটের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদককের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/এসএইচ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সেনাবাহিনীর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টা ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪ টার সময় দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার ভোরে একটি অভিযান পরিচালনা করেন। অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়ার শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুর রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ১৫ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়। প্রয়োজনীয় তল্লাশী শেষে অবৈধ অস্ত্র, গুলিসহ গ্রেফতারকৃত সন্ত্রাসীকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোবারক হোসেন (৭) নামে এক শিশুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নূরুল আমিনকে (৩৫) আটক করেছে ঈশ্বরগন্জ থানা পুলিশ বুধবার দুপুরে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূরুল আমিন ওই গ্রামের ইছব আলীর ছেলে।নিহত শিশুটির পরিবার সূত্রে জানা যায় , নিহত শিশুটি মোবারক হোসেন সোহাগি বাজারেই অবস্থিত স্বপ্নসিঁড়ি নামে একটি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশেই বৃষ্টিতে ভিজছিল মোবারকের বাবা নূরুল আমিন। এ সময় ছেলে মোবারক ঘর থেকে একটি ছাতা নিয়ে বাবার মাথায় ধরতে গেলে ক্ষিপ্ত হয়ে মাথায় কুপ দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মোবারক হোসেনকে উদ্ধারকরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোবারকের মৃত্যু হয়।এ প্রসঙ্গে অভিযুক্ত নূরুল আমিনের পিতা ও নিহত শিশুর দাদা ইছব আলী ভাষ্য, নূরুল আমিন দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন।এর আগে চিকিৎসাও করানোয় ভালো হয়ে গিয়েছিল। কিন্তুু কিছু দিন ধরে সমস্যাটি আবার দেখা দিয়েছে নুরুল আমীনের। এমন মন্তব্য করেন স্থানীয় একাধিক বাসিন্দারাও বলেন মানসিক সমস্যায় ভুগছিলেন নুরুল আমীন।ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নূরুল আমিনকে আটক করা হয়েছে। নূরুল আমিন অসুস্থ থাকায় তাকে পুলিশ হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।ভোরের আকাশ/এসএইচ