চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৩:৪৮ পিএম
চিতলমারীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বাগেরহাট চিতলমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (৩১ মে) বিকাল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন মাওলানা মো. শহিদুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নিয়ামত আলী খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোয়েব হোসেন গাজী, বিএনপির যুগ্ম আহবায়ক শিপন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মো. শামীম শেখ, যুগ্ম আহবায়ক মো. শেখ সাঈদুর রহমান, যুগ্ম আহবায়ক মো. লিছন শেখ, উপজেলা কৃষক দল সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রাজু খান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক বিপুল শেখ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মো. আজমল হোসেন অজিম, বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাশীনাথ বৈরাগী।
ভোরের আকাশ/জাআ