শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১১:৫২ এএম
শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, নিহত ১
শেরপুর সদরের তারাকান্দি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সোনারবাংলা বাস সার্ভিসের একটি দ্রুতগামী একটি বাস ঢাকা থেকে শেরপুর আসছিলো। বাসটি আজ ভোর পৌনে পাঁচটার দিকে শেরপুর -ঢাক মহাসড়কের তারাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাত যাত্রী মারা যায় ও অন্তত ১৫ জন আহত হয়। বাসে আটকা পড়া ৬ জন আহত যাত্রী ও নিহত ব্যক্তিকে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এছাড়া অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেন শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক।
ভোরের আকাশ/এসএইচ