মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০১:৪৬ পিএম
মেহেরপুর হাসপাতালে অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
মেহেরপুর জেনারেল হাসপাতালের অনিয়ম, দূর্নীতি ও অবব্যবস্থাপনা বন্ধে তত্বাবধায়ক অপসারণ, ২৫০ শয্যা চালু ও বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, দালাল নিধনসহ হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের সর্বস্তরের জনকার ব্যানারে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১ টার সময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক ইমতিয়াজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সাহেব মাহমুদ, খন্দকার মুইজ, লিটন হোসেন।
বক্তারা হাসপাতালের ডাক্তার, নার্সসহ অন্যান্যদের অনিয়ম দুর্নীতি তুলে ধরেন। এক মাসের মধ্যে সকল সমস্যার সমাধান না হলে আবারও জুলাই আগষ্টের মত আন্দোলন করা হবে বলেও হুশিয়ারি দেন তারা।
ভোরের আকাশ/আজাসা