পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০৫:২৭ পিএম
মঠবাড়িয়ায় ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা বাবুল হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
এলাকাবাসীর আয়োজনে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখ সড়কে শনিবার (১২ জুলাই) বিকেলে এ কর্মসূচি পালিত হয়। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে এ ইউপি সদস্যকে মঠবাড়িয়া থানা পুলিশ নাশকতা এবং বিস্ফোরণ ঘটানোর অভিযোগে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
মানববন্ধনে বক্তারা ইউপি সদস্য বাবুল হাওলাদারকে বিএনপি'র সক্রিয় নেতা দাবি করে, তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে, নাসির উদ্দিন এর সভাপতিতে বক্তব্য রাখেন, জান্নাতি আক্তার, কাজল বেগম, মোস্তফা গাজী, রহমান মিয়া প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ