সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত
মারিয়া আক্তার ইভা মনিসহ ২১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করেছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। রোববার কেরাণীগঞ্জ আগানগর এলাকায় আরজু টাওয়ার বাবর আলী রোডস্থ সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, কেরাণীগঞ্জ শাখা-এর অডিটরিয়ামে ‘ভেনাস এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষার ফলাফল-২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (কেরাণীগঞ্জ শাখা) অধ্যক্ষ জনাব মো. নবুয়ত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই স্কুল এণ্ড কলেজের পরিচালক তোফাজ্জল হোসেন তপু, আতিকুর রহমান, দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মেহেদী হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. জুলফিকার আলী সহ-প্রধান শিক্ষক, বাংলা ভার্সন (কেরাণীগঞ্জ শাখা)। অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ক্যাটাগরি অনুযায়ী বৃত্তি প্রাপ্তদের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। ট্যালেন্টপুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড এই ৩ ক্যাটাগরিতে মোট ২১শিক্ষার্থী বৃত্তি পেয়েছে সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেরানীগঞ্জ শাখার শিক্ষার্থীরা।
এছাড়াও আগানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ ও আজিমপুর গভ. স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও এই বৃত্তি পেয়েছেন।
পুরুস্কার বিতরণ পূর্ব সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নবুয়ত আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিশুরাই আগামী দিনের কাণ্ডারী। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তোমরা একদিন হবে এই জাতির আলোকবর্তিকা।
তিনি বলেন, জ্ঞান অর্জনের বিকল্প নেই। তাই তোমাদের পড়াশনার প্রতি গভীর মনোযোগ দিতে হবে। মন দিয়ে লেখাপড়া করবে ও নিমতি স্কুলে আসবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জল হবে।
দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র আলোকচিত্র সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, জাতিসত্তার বিকাশে জ্ঞান অর্জনের বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এই সমাজ-দেশ একদিন তোমরাই নেতৃত্ব দিবে। তাই আমি সকল ছাত্র-ছাত্রীকে মনোযোগ দিয়ে পড়াশনার করার বিকল্প নেই।
তিনি বলেন, আজকে আমি আনন্দিত যে, আমার মেয়ে মারিয়া আক্তার ইভা মনি এ গ্রেটে বৃত্তি পাওয়ায়। আমি মনে করি, সবাই যদি মনদিয়ে পড়ে একদিন এই স্কুলের সুনাম ও মর্যদা আরো বৃদ্ধি পাবে।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী ও গার্ডিয়ানদের শুভেচ্ছা ও অভিনন্দন পরিচালক বৃন্দরা বলেন, আমাদের এই সিটি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে বৃত্তি সহ বোর্ড পরীক্ষায় রেজাল্ট খুব ভালো হয়। একটি বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব শুধু স্কুলের শিক্ষকের নয় পিতামাতার অবদান রয়েছে।
আমরা শিক্ষক এবং পিতা-মাতা উভায় মিলে একটি বাচ্চাকে কেয়ার নিলে সে প্রতিষ্ঠিত হবেই ইনশাল্লাহ সকল বাচ্চাদের ও গার্ডিয়ানদের কাছে জোর অনুরোধ নিয়মিত স্কুলে আসবেন এবং বাসা থেকে গার্ডিয়ান নিয়মিত স্কুলে পাঠাবেন আপনার বাচ্চা সুশিক্ষিত হোক এই কামনা করছি।
এ সময় অনুষ্ঠানে সিটি ইন্টারন্যাশনাল স্কুলএন্ড কলেজের পরিচালক বৃন্দ, গার্ডিয়ানরা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ