নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪৭ পিএম
ছবি: ভোরের আকাশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার রিয়াজ উদ্দিন উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিনের ছেলে৷
এ ঘটনায় নিহত শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে শনিবার একটি হত্যা মামলা দায়ের করেন৷
মামলা সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে ছেলে রিয়াজ উদ্দিন বেপরোয়া জীবন-যাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়েন৷ এতে বাবা নাসির উদ্দিন নিষেধ করলে ছেলে রিয়াজ তার ওপর ক্ষিপ্ত হয়৷ পরবর্তীতে বাবার কাছে ভোগদখলীয় সম্পত্তি বিক্রি করে বারবার টাকা চায়৷ জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাবার সম্পত্তি অবৈধভাবে দখল করার উদ্দেশ্যে ১২-১৩ জুলাই এর মধ্যে যেকোনো সময় তাকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়৷
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আঘাতের কারণে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট আসে৷ এ ঘটনায় শিক্ষক নাসির উদ্দিনের বোন মাসুমা পারভীন বাদী হয়ে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন৷ ওই মামলায় তাকে গ্রেপ্তার করে রোববার (১৩ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করা হয়।
ভোরের আকাশ/মো.আ.