ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ০৭:৪৮ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগের দাবীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও অভিভাবকদের প্রতি অসদাচরণের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন। এ সময় মহাসড়কের উভয়পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবানীপুর বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে ।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ছাত্রীদের গায়ে হাত দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ ও তাদের অভিভাবকদের অসদাচরণ করে আসছেন। ওই দুই জনের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগও করেন। এসব অনিয়মের প্রতিবাদ জানিয়ে তারা প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগ দাবি করেন।
নবম শ্রেণির ছাত্র আল আমিন জানায়, প্রধান শিক্ষক ও সভাপতি মিলে স্কুলের টাকা আত্মসাৎ করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে কিন্তু বিদ্যালয়ে টিউবওয়েল নষ্ট হলেও তা মেরামত করেনি। ছাত্র ছাত্রীরা ১০ টাকা করে চাঁদা তুলে দিলেও তিনি তা আত্মসাৎ করেন।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে তাদের অভিযোগের বিষয়টি জানার চেষ্টা করছি। ইতিমধ্যে ম্যানেজিং কমিটি ও উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলে তারা এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ বলেন, বহিরগত কিছু ব্যাক্তি শিক্ষার্থীদের উসকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। বিদ্যালয়ের বাইরের কিছু অসাধু ব্যক্তিদের ইন্ধনে শিক্ষার্থীরা অযৌক্তিক দাবি দাওয়া নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে দুর্ভোগে ফেলেছে।
ভোরের আকাশ/জাআ