প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) উপজেলা কৃষি প্রশিক্ষণহল রুমে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহবুব ,এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ ও নাজিরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম সিপার, দৈনিক আমার পিরোজপুর পত্রিকার সম্পাদক অনুপ কুমার সিকদার এবং উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
সেমিনারে বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদফতরের নানাবিধ কার্যক্রম চলমান রয়েছে। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নারীর শক্তি গ্রামের সমৃদ্ধি এই স্লোগানকে ধারন করে বিএনপি ঘোষিত সংস্কার কর্মসূচি ৩১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ এর আলোকে নওগাঁয় গ্রামীন নারীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ মে) দুপুরে জেলার মহাদেবপুর উপজেলা কৃষকদলের আয়োজনে উপজেলা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক এবং এ্যাকটিভিস্ট মনিরা সুলতানা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো, মহাদেবপুর উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মতিউর রহমান মতি এবং স্থানীয় নেতাকর্মীসহ গন্যমান্য ব্যক্তিরা।ফজলে হুদা বাবুল বলেন, ১৭ বছর খুনি হাসিনা, ভারত, রাশিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকদের বিচ্ছিন্ন করতে পারেনি রাজপথ থেকে। আমরা রাজপথের সৈনিক। রাজপথে আছি, রাজপথে থাকবো। আমরা এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা সদা প্রস্তুত এবং সব সময় অগ্রনী ভুমিকা পালন করবো। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুনের্য প্রতিক তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি ৭৭০জন নারী ও পুরুষদের মাঝে ঈদ উপহার বিতরন করেন। ভোরের আকাশ/এসআই
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে।শনিবার (১৭ মে) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে শুনানি শেষে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে শুনানির জন্য আবেদন করেন। গাজীপুর কাশিমপুর কারাগার থেকে আইভী শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেন। তার বিরুদ্ধে করা মোট পাঁচটি মামলার মধ্যে তিনটিতে গ্রেপ্তার দেখানো হলো তাকে।আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যাসহ দুটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হলে, শুনানি শেষে সেটি মঞ্জুর করেন আদালত।আইভীর আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান, দলমত নির্বিশেষে সবার জনপ্রিয় সাবেক মেয়র আইভী। আন্দোলনে কখনো মাঠে নামেননি তিনি। তাকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। এতে আইনি-প্রক্রিয়া চালাতে সহজ হবে আমাদের।একটি মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২০ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ্–বাংলা ব্যাংকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই সময় শামীম ওসমান আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে তাতে মাথায় গুলিবিদ্ধ হন বাদীর স্বামী রিকশাচালক তুহিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এতে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাদী হয়ে সেলিনা হায়াৎ আইভীসহ ৯৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলাটি করেন তুহিনের স্ত্রী আলেয়া আক্তার।অন্য মামলার এজাহারে বলা হয়, গত বছরের ২০ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নির্দেশে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগ্নেয়াস্ত্র দিয়ে হকার নাদিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে শামীম ওসমান। এতে বাম পায়ে গুলিবিদ্ধ হন তিনি। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তাকে নেওয়া হলে, ওই পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়। গত বছরের ১ সেপ্টেম্বর এ ঘটনায় নাদিমের বাবা দুলাল হোসেন বাদী হয়ে শামীম ওসমান ও তার ভাতিজা আজমেরী ওসমান, সেলিনা হায়াৎ আইভীসহ ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।ভোরের আকাশ/জাআ
ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় ও সহযোগীতা নিশ্চিতকরণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে বরিশালে অনুষ্ঠিত হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রিসি কনফারেন্স।শনিবার (১৭ এপ্রিল) বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কনফারেন্স রুমে এর সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ ফারুক হোসেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৮ এর অধিনায়ক নিস্তার আহমেদ, গৌতম কুমার ঘোষ, স্পেশাল ম্যাজিস্ট্রেট যুগ্ন জেলা জজ বিদ্যুৎ আদালত বরিশাল, জনাব তানভীর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব খোকন হাওলাদার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, রেনেসা খান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরিশাল, ডাঃ মোঃ এজাজ হোসেন, মেডিকেল অফিসার কো-অডিনেটর, সিভিল সার্জন অফিস, ডাক্তার মোঃ মাহমুদ হাসান শেরে বাংলা মেডিকেল হাসপাতাল সহকারী পরিচালক (প্রশাসন), বরিশাল সিটি কর্পোরেশন এর সচিব রুম্পা সিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান রিংটোন, মোহাম্মদ ফারুক খান পুলিশ পরিদর্শক সিআইডি, এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ গন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সভায় সুষ্ঠু ফৌজদারী বিচার নিশ্চিত করনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় ও সহযোগীতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া মামলার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদালতের নির্দেশনা মেনে যথাসময়ে মেডিকেল সার্টিফিকেট প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। ভোরের আকাশ/আই
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র ও জ্বালানী তেলবাহি লরির সংঘর্ষে ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দূঘটনা ঘটে।নিহতরা হলেন-কয়রা উপজেলার মসজিদের ইমাম হাফেজ মঈনুল ইসলাম, তার সঙ্গী আঃ রশিদ ও মহেন্দ্রের ড্রাইভার রফিকুল ইসলাম।ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকতা শাহ জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা মহেন্দ্র ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানী তেলবাহি লড়ির সাথে ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন মারা যান। আহত হন আরও ৭জন। গুরুত্বর অবস্থায়আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো ২ জনের মৃত্যু হয়।ডুমুরিয়া থানার ওসি মোঃ মাসুদ রানা জানান, উপজেলার গোলনা নামক স্থানে থ্রি হুইলার মহেন্দ্র ও ট্যাঙ্ক লরির মুখোমুখি সংঘর্ষে মোট তিনজন মারা গেছেন। নিহতদের গ্রামের বাড়ি কয়রা উপজেলায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।ভোরের আকাশ/এসআই