× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপালগঞ্জে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৬:৪২ পিএম

গোপালগঞ্জে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে শিশুসহ আহত ৩০

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছের ঘের কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের সাথে একই গ্রামের মোকসেদ আলী ফকিরের দীর্ঘদিন ধরে জমিতে মাছের ঘের কাটা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে আজ মোকসেদ আলী ফকিরের লোকজন ইউপি সদস্য ইব্রাহিম ফকিরের লোকজনকে মারধর করে। এই মারধরের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইউপি সদস্য ইব্রাহিম ফকির বলেন, বিলে আমার একটি মাছের ঘের কাটা নিয়ে এলাকার মোকসেদ আলী ফকিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার আমার লোকজন মোকসেদ আলী ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় মোকসেদ আলী ফকিরের লোকজন আমার লোকজনকে মারধর করে। আমি লোকজন নিয়ে বাঁধা দিতে গেলে মোকছেদ আলী ফকিরের লোকজন আমাদের উপরও হামলা চালায়। হামলায় আমার প্রায় ২৫ জন লোক আহত হয়েছে।

মোকসেদ আলী ফকিরের ছেলে আলামিন ফকির বলেন, ইউপি সদস্য ইব্রাহিম ফকির কিছুদিন আগে লোকজন নিয়ে জোর করে আমাদের জমিসহ কয়েকজনের জমিতে মাছের ঘের কাটতে ছিল। আমরা বাঁধা দিলে ঘের কাটা বন্ধ হয়। আজ শুক্রবার ইব্রাহিম ফকির লোকজন নিয়ে আমাদের সেই জমিতে ঘের কাটতে যাওয়া দিলে আমরা বাঁধা দেই। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ি। সংঘর্ষে আমাদের কয়েকজন লোক আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে ইব্রাহিম ফকিরের বিচার চাই।

কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘর্ষের খবর শুনেছি। পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে উক্ত এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

বাড্ডায় গ্যাস লিকেজে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ

সংশ্লিষ্ট

বরগুনাতে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, দুই বাস ভাঙচুর, আহত ৪

বরগুনাতে শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ, দুই বাস ভাঙচুর, আহত ৪

সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

সমকামিতায় অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না -মাওলানা আব্দুল হালিম

কিছু কিছু দল মনে করে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিধর্মীদের স্বার্থ রক্ষা হবে না -মাওলানা আব্দুল হালিম

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে সফল চাষিদের পুরস্কার বিতরণ