মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০৯:৪৬ পিএম
চরঘোস্তায় সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত
মানিকগঞ্জে সদর উপজেলার চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ৮টি দল নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে ) আমেরিকান প্রাবাসী ১ম পুরস্কার দাতা এমদাদুল হক এবং চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘ ক্লাবটির আয়োজনে ঐতিহ্যবাহী চরঘোস্তা খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনালে বরুনা শাপলা উন্নয়ন সংঘ নারায়নপুর ফ্রেন্ডস ক্লাব নবাবগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরুনা শাপলা উন্নয়ন সংঘ। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে একটি ৩২" ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি ২৪" ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুটাইল ইউনিয়নের বিএনপির সিনিয়ার সহ সভাপতি আব্দুল আলীম, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, বিএনপির কর্মী আকাশ দেওয়ান, বিএনপির কর্মী মোতালেল, চরঘোস্তা সোনালী যুব উন্নয়ন সংঘ ক্লাবের আওয়াল, জুয়েল, শরীফ, রিপন, বিপু, সুমন, রাব্বী, আলীম, সুমন, উজ্জল, শরীফ, নাদিম, সুমন, সাগর, আসিফ, সোহেল, আকশ, বাবু, হাসান, ইদ্রিস, সিদ্দিক, ফারুক, শহিদুল,অনিক প্রমুখ।
ভোরের আকাশ/জাআ