টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ০১:৪৭ এএম
টেকনাফে অপহরণের দুই দিন পর র্যাবের অভিযানে উদ্ধার ৫ জন
অপহরণের দুই দিন পর কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে অটোরিকশাচালকসহ পাঁচ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১৫।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন: শামসুল আলম (৩৫), হোয়াইক্যং দৈংগ্যাকাটা, মোহাম্মদ জুবায়ের (৩৫), রোহিঙ্গা ক্যাম্প, আলী জোহার (৫০), রোহিঙ্গা ক্যাম্প, নজিম উল্লাহ (২০), রোহিঙ্গা ক্যাম্প, মোহাম্মদ সেলিম (২৬), রোহিঙ্গা ক্যাম্প ।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫ হোয়াইক্যং সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান,
গত ৩ জুন হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে পাঁচজনকে অপহরণ করে পাহাড়ে আটকে রাখা হয়। এদের মধ্যে একজন সিএনজিচালক এবং চারজন রোহিঙ্গা নাগরিক।
অভিযানে পুলিশ ও বন বিভাগের সহযোগিতা এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহৃতদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের কাছ থেকে ব্যক্তিগত মানিব্যাগসহ টাকা-পয়সাও উদ্ধার করা হয়েছে।
মেজর নাজমুল ইসলাম আরও জানান,“এই সড়কপথটি (হোয়াইক্যং-শামলাপুর) অপরাধপ্রবণ হিসেবে পরিচিত। এখানকার কিছু স্থানীয় ও রোহিঙ্গা অপহরণকারী চক্র বারবার অপহরণের ঘটনা ঘটাচ্ছে। আমরা এদের চিহ্নিত করছি এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছি।”
ভোরের আকাশ/হ.র