সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১২:৪৩ এএম
জাফলং ও সাদা পাথরে সার্বক্ষণিক টহল, পাথর চুরি প্রতিরোধে যৌথ অভিযান
সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং ইসিএ এবং সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর চুরি রোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ উদ্যোগে এলাকাগুলোতে ২৪ ঘণ্টা নিরাপত্তা ও অভিযান চালানো হবে।
সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বুধবার (১৩ আগস্ট) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, জাফলং ইসিএ ও সাদা পাথর এলাকায় সার্বক্ষণিক টহল ও অভিযান চলবে।
এছাড়া, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পুলিশের চেকপোস্টসহ যৌথবাহিনী দায়িত্ব পালন করবে। অবৈধ ক্রাশিং মেশিন বন্ধ করা, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা এবং অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসনের লক্ষ্য, পাথর চুরির সঙ্গে যুক্ত সবাইকে চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা। সেইসঙ্গে চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্ব অবস্থানে ফেরত আনার কাজও চলবে।
জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, “এই পদক্ষেপের মাধ্যমে পর্যটনকেন্দ্র ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভোরের আকাশ//হ.র