গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৮:৩২ এএম
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আজমা বেগম (৩৮) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে।
রবিবার (১ জুন) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর (শিতলীরমোড়) এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বল্লমঝাড় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান। নিহত আজমা বেগম সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ঝিনাশ্বর গ্রামের মৃত আজাহার ইসলামের মেয়ে এবং সাইফুল ইসলামের স্ত্রী।
স্বজনদের বরাদ দিয়ে ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, আজমা বেগম তার বাবার বাড়িতে স্বামী সন্তান নিয়ে জীবনযাপন করেছিলেন। অভাবের সংসার হওয়ার কারণে স্বামী সাইফুল ইসলাম অটো চালাতেন আর শিতলীরমোড়ে একটি চায়ের দোকান দিয়েছেন সেখানে আজমা বেগম চা বিক্রি করে দিনাতিপাত করতেন।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে বিদ্যুৎতের তার দোকানের টিনের চালের সঙ্গে ঘর্ষণ হয়ে পুরো দোকান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আজমা বেগম দোকানের টিনে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এক পর্যায়ে সেখানেই মৃত্যু হয় তার।
ভোরের আকাশ/এসএইচ