চিতলমারী উপজেলা পরিষদ
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ০৯:৫৬ এএম
ছবি: ভোরের আকাশ
বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদের আওতাধীন ১৩ দপ্তর এবং একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে বরাদ্দকৃত ৩১৭ পদের মধ্যে ১১০ পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এই অবস্থাতেই কোন রকমে চলছে প্রত্যেকটি দপ্তরে শূন্য পদগুলোর কাজ।
এরমধ্যে গুরুত্বপূর্ণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াই "অতিরিক্ত" কিংবা "ভারপ্রাপ্ত"ভাবে অন্য উপজেলার কর্মকর্তা দিয়ে চলছে দপ্তরগুলো কাজ।
সংশ্লিষ্ট অফিস হতে জানা গেছে, চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ্দকৃত মোট পদসংখ্যা ১৬৪ তার মধ্যে শূন্য পদ রয়েছে ৫২ জন। এরমধ্যে প্রথম শ্রেণির কর্মকর্তা ১৬ পদ শূন্য।
তারা হলেন- জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ১জন, জুনিয়র কনসালট্যান্ট (স্কিন এন্ড ভিডি) ১জন, জুনিয়র কনসালট্যান্ট (অপথালমোলজি) ১জন,জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ২জন,জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ১জন,জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি)১জন, জুনিয়র কনসালট্যান্ট (অর্থপেডিকস)১জন, জুনিয়র কনসালট্যান্ট(ইএনটি)১জন, আবাসিক মেডিকেল অফিসার ১জন, মেডিকেল অফিসার ১জন, সহকারী সার্জন (সার্জারি, গাইনি, এ্যানেসঃ, অর্থ, কার্ডিওলজি) ৩জন, সহকারী সার্জন (ইউনিয়ন পর্যায়)৩জন। এছাড়া ২য় ও ৩য় শ্রেণির ৩১ পদ এবং চতুর্থ শ্রেণির ৫ পদ শূন্য রয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে বরাদ্দকৃত ২৩ পদের মধ্যে ১৩ পদ শূন্য রয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ে বরাদ্দকৃত ১৭ মধ্যে ৯ পদ শূন্য রয়েছে। এর মধ্যে অফিসের প্রধান সহকারী কমিশনার (ভূমি)পদে ১জন, কানুনগো১জন, সার্টিফিকেট পেশকার ১জন, সার্টিফিকেট সহকারী ১জন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ২জন, মিউটেশন সহকারী ১জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১জন, চেইনম্যান ১জন।
অন্যদিকে, বাগেরহাট জেলায় সবচেয়ে জনগণের জন্য গুরুত্বপূর্ণ ২ দপ্তর হলো কৃষি ও মৎস্য বিভাগ। এই দপ্তর দুটিতেই কর্মকর্তাসহ অন্যান্য পদ শূন্য রয়েছে। চিতলমারী উপজেলার কৃষি কার্যালয়ে বরাদ্দকৃত ৩৪ পদের মধ্যে ৯ পদ শূন্য রয়েছে।
এরমধ্যে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা১জন, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা ১জন, উপসহকারী কৃষি অফিসার ৫ জন, উচ্চমান সহকারী ১জন,অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১জন, মৎস্য অফিসে শূন্য পদে রয়েছে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ১জন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ১জন, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা ১জন,সহকারী কর্মকর্তা ১জন, সমাজসেবা অফিসে ১৩ মধ্যে ৫ পদ শূন্য রয়েছে। উপজেলা সমাজসেবা অফিসারসহ মোট ৫ পদ শূন্য রয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় অফিস সহকারী আব্দুস ছালাম জানান,তাদের দপ্তরে কোনো পদ শূন্য নেই। উপজেলা নির্বাচন অফিসে ৯ পদে মধ্যে খোদ উপজেলা নির্বাচন অফিসারসহ ২ পদ শূন্য রয়েছে। উপজেলা আনসার ভিডিপি অফিসে ৩ মধ্যে উপজেলা প্রশিক্ষিকা পদ শূন্য রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারসহ৩ পদ শূন্য রয়েছে। উপজেলা সমবায় অফিসে ৫জনে মধ্যে সহকারী পরিদর্শকসহ ২ পদ শূন্য রয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে বরাদ্দকৃত ৭পদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ১জন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ২জনসহ ৩ পদ শূন্য রয়েছে ,উপজেলা এলজিইডি অফিসে ২১ পদের মধ্যে ৭ পদ শূন্য রয়েছে। উপসহকারী প্রকোশলী১জন,উপসহকারী প্রকৌশলী২জনসহ ৭ পদ শূন্য রয়েছে।
উপজেলা হিসাব রক্ষক কার্যালয়ে ৬ মধ্যে উপজেলা হিসাব রক্ষক অফিসারসহ ৪ পদ শূন্য রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে বরাদ্দ কৃত ৯ পদের মধ্যে উপসহকারী প্রকৌশলীসহ ৩ পদ শূন্য রয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১১ পদের মধ্যে উচ্চমান সহকারীসহ ২ পদ শূন্য রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.