কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ০১:৫২ পিএম
ছবি : ভোরের আকাশ
কুড়িগ্রামে জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে ৬ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কালেক্টরেট চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজজা রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক মুকুল মিয়া, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, ৬ শহীদ পরিবারের সদস্যগণ, গণঅঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ