শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালক নিহত
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম আকন (৪৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম আকন শিবচর উপজেলা দওপাড়া ইউনিয়নের চরবাচামারা বাদশাকান্দি এলাকার আব্দুল করিম আকনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানায়, সকালে বাড়িতে বসে তার নিজের ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ লাগান। এসময় অসাবধানতার বসত তার হাত বিদ্যুতের তারে লেগে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
টঙ্গীতে বাড়ি দখলে নিতে গিয়ে গাজীপুর মহানগর যুবলীগের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল গ্রেপ্তার করে পুলিশ।তাঁর বিরুদ্ধে গাজীপুর ও ঢাকার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় একাধিক মামলা রয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে টঙ্গীর আরিচপুরে জমি ও বসতবাড়ি দখল করতে যান রুবেল ও তাঁর সমর্থকেরা। এ সময় সংঘর্ষ বাঁধে। তখন রুবেলকে একটি কক্ষে আটক ও তাঁর সমর্থকদের মারধর করা হচ্ছে—এমন তথ্য জানিয়ে জাতীয় জরুরি পরিষেবার ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে রুবেল জমি ও বাড়ি দখলের ঘটনাটির দায় স্বীকার করেন।এদিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিনজন আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় তাঁকে (রুবেল) গ্রেপ্তার দেখানো হয়। পরে বিকেল ৫ টার দিকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার অশোক কুমার পাল জানান, রুবেলকে আগামীকাল আদালতে পাঠানো হবে।ভোরের আকাশ/আজাসা
পিরোজপুর জেলা যুবদেলর নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ) বিকালে নাজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্য বাজনাসহ অংশ নেয়।উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলনের নেতৃত্ব এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে শেষ হয়।উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেলের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক সরদার কামরুজ্জামান তুসার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, জুবায়ের হোসেন অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শরীফ।উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে কামরুজ্জামান তুষার আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়। এ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়।ভোরের আকাশ/আজাসা
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল সোমবার (১ জুলাই) বিকেল আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানি মাল বহনের সন্দেহে থামার সংকেত দেয়। তবে পিকআপটি সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।বিজিবির মোটরসাইকেলযোগে টহল দল পিকআপটিকে ধাওয়া করলে সেটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।ধাওয়ার সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পিকআপ ও চোরাচালানকৃত মালামাল জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।ভোরের আকাশ/আজাসা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১১ মামলার আসামী ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলী ওরফে তৈয়ব ডাকাতকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (১ জুলাই) বিকালে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে ওই দিন দুপুর ১টার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার তৈয়ব আলী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার মৃত সাহেব আলী গাছুর ছেলে। তিনি দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলার আসামী।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ১টার দিকে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তৈয়ব আলীকে গ্রেপ্তার করা হয়।তৈয়ব আলী বিরুদ্ধে দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা এবং জয়পুরহাট জেলায় ১১ টির বেশি ডাকাতি, দস্যুতা, চুরি এবং অন্যান্য মামলা রয়েছে। এছাড়াও দিনাজপুর ও বগুড়ার মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাও জারি রয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈয়ব আলী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। আসামীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ভোরের আকাশ/আজাসা