মহেশখালী প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫১ পিএম
ছবি: ভোরের আকাশ
প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে প্রতিনিয়ত মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে বার্মায় সাগরপথে হরকরম পণ্য পাচার করে আসছেন প্রভাবশালী সিন্ডিকেট। পাচারকালে কোহেলিয়া নদীর পশ্চিমপাড়ে জেটিতে মালামাল লোডআনলোডের সময় জব্দ করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া-মাতারবাড়ীর মধ্যবর্তী অবস্থিত প্রাচীনতম কোহেলিয়া নদীর পশ্চিমপাড়স্থ জেটি থেকে গোপন সংবাদের ভিত্তিতে বার্মায় পাচারকালে প্রচুর পণ্যসহ কার্গোবোট জব্দ করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ি।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলার কোহেলিয়া নদীর পশ্চিমপাড়ে মাতারবাড়ীর ভিআইপি সড়কস্থ জেটি দিয়ে আলোর বস্তা ট্রাক এবং কার্গোবোটে লোডআনলোড করার সময় জব্দ করেন মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির আইসি সুমিত বড়ুয়ার নেতৃত্বে এক দল পুলিশ। মহেশখালী থেকে প্রতিনিয়ত পাচার হচ্ছে বিভিন্ন পণ্য। তারই ধারাবাহিকতায় ওইস্থান থেকে পণ্য পাচারের গোপন সংবাদে এসে মায়ানমারে পাচারের জন্য লোডআনলোড কালে কার্গোবোটবর্তী আলো জব্দ করতে সক্ষম হন পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, প্রতিনিয়ত প্রভাবশালী সিন্ডিকেট সংশ্লিষ্ট নৌ-পুলিশ কে ম্যানেজ করে এভাবে বিভিন্ন মালামাল পাচার করে আসছেন দীর্ঘসময় ধরে। তবে তারা একই স্থান থেকে পণ্য লোডআনলোড করে না। প্রশাসনের চোখে ধুলি দিয়ে একাধিক স্থান পরিবর্তন করে থাকে।
তারা আরো জানান, এখান থেকে বিভিন্ন খাদ্যদ্রব্যাদি পাচার করে সেখান থেকে মরণ ব্যাধি মাদক নিয়ে আসেন। যে মাদক যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। এসব অপরাধ রোধ করতে সংশ্লিষ্ট প্রশাসন সজাগ হয়ে অভিযান অব্যাহত রাখার দাবি রাখেন।
এদিকে মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের আইসি সুমিত বড়ুয়া জানান, কার্গোবোট ও আলোবস্তা জব্দ অবস্থায় দু'ব্যক্তিকে সন্দেহ জনক থানায় ওসি স্যারের নির্দেশে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুুরুল হক জানান, পাচার এবং অপরাধে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া যাবেনা। আইনী প্রক্রিয়ায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/জাআ