আবুল কাশেম, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ১২:৩১ এএম
জামালপুরে ডিবি পুলিশের অভিযানে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ ৫ জন আটক
জামালপুর শহরের পশ্চিম কাচারীপাড়ায় গোপন অভিযানে জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল।
ডিবি সূত্রে জানা গেছে, শহরের কাচারীপাড়ার মৃত জসিম মেম্বারের পরিত্যক্ত চারতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ১,৭৫০ টাকা নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ নিজাম উদ্দিন (৬১), পিতা-মৃত আলাল শেখ, সাং–বন্দেরবাড়ি।
২. সুমন (৩৯), পিতা–মামুনুর রশিদ, সাং–বিদ্যাপাড়া।
৩. মোঃ রিপন আকন্দ (৪৬), পিতা–মৃত আমানুল্লাহ, সাং–চামড়া গুদাম।
৪. মোঃ ফরহাদ হোসেন (৫০), পিতা–মৃত ফজর, সাং–কাচারীপাড়া।
৫. মোঃ রেজা (৬৬), পিতা–মৃত বছির উদ্দিন, সাং–মুকুন্দবাড়ী।
অভিযানটি পরিচালনা করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি-১ এর এসআই (নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক এবং এসআই (নিঃ) মোঃ এহসানুল হক। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)–এর নির্দেশনায় বিশেষ এ অভিযান চালানো হয়।
আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ।।হ,র