গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের দখল হয়ে যাওয়া জায়গা থেকে পাকা, আধা পাকা অবৈধ স্থাপনা ও টিনের তৈরি দোকান পাট উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সড়ক ও জনপথ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগীতায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রবীর বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
সড়ক বিভাগ ও পানি উন্নয়ন কর্তৃপক্ষ জানায়, প্রায় দেড় যুগ ধরে স্থানীয় কিছু লোক নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি জমিতে এসব স্থাপনা গড়ে তোলে। তাদের এসকল স্থাপনা অপসারন করার জন্য বার বার নোটিশ করা হলেও তারা তা কর্ণপাত করেনি। সড়ক প্রশস্ত ও উন্নয়নের জন্য আজ এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় পানি উন্নয়য় বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রসাশনের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ারসার্ভিস ও পল্লিবিদ্যুতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
কালবৈশাখী ঝড়ের সাথে ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুর জেলার ইসলামপুরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। সাপধরী ইউনিয়নের কাশারীডোবা পয়েন্টে বর্ষার আগেই যমুনার একটি শাখা নদীতে ভাঙ্গন আতঙ্কে পাড়ের মানুষ।জানা গেছে, ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার ছোট্ট একটি শাখা নদী। ইসলামপুরের বেলগাছা পয়েন্টে যমুনা নদী থেকে উৎপত্তি হয়ে সাপধরীর এই শাখা নদীটি শীলদহ, সিন্দুরতলী, প্রজাপতি, নন্দনের পাড়া, চরশিশুয়া, শিশুয়া, কাশারীডোবা, ইন্দুল্লামারী, আকন্দপাড়া, মন্ডলপাড়া, চেঙ্গানিয়া, টগার চর ও দৈলকের চর হয়ে সারিয়াকান্দির চালুয়াবাড়ী এলাকায় গিয়ে আবারো যমুনার মূলস্রোতে মিলিত হয়েছে। এই শাখা নদীটির দুই তীরের প্রজাপতি, কাশারীডোবা, আকন্দপাড়া ও মন্ডলপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে গত ৫ বছর ধরে ভয়াবহ নদী ভাঙ্গন চলছে।ঝড়ের সাথে ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা যমুনার ঢলে এ বছর বর্ষা মৌসুম শুরু হতে না হতেই সাপধরীর ওই শাখা নদীটির বাম তীরের কাশারীডোবা পয়েন্টে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। নদীর ভাঙ্গনে এ বছরই নদীগর্ভে বিলীন হওয়ার হুমকির মুখে পড়েছে কাশারীডোবা এলাকার পাঁচ শতাধিক বসতভিটা, দুইটি বাজার, তিনটি স্কুল, পাঁচটি মসজিদ এবং কয়েকশ একর ফসলি জমি।কাশারী ডোবা গ্রামের বাসিন্দা সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী জানান, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে যমুনার এই ভয়াবহ নদী ভাঙ্গন রোধে কাশারী ডোবা পয়েন্টের উজানে ইসলামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশের পাইলিং নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এতদসত্বেও কাশারীডোবা পয়েন্টে এক হাজার মিটার এলাকা জুড়ে যমুনার বাম তীরে বালি ভর্তী জিও ব্যাগ ডাম্পিং করা হলে নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ জনপদ। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে কাশারীডোবা এলাকার নদী ভাঙ্গন রোধের জন্য জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী সহযোগীতা কামনা করছি।। ভোরের আকাশ/এসআই
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের হোগলারদাড়ির জিকে খালের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে) সকালে খবর পেয়ে পুলিশ জিকে খালের পাশ থেকে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জিকে খালের পাশে বিবস্ত্র ও অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে জামজামি ফাড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন ৩-৪ দিন আগের মরদেহ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলে হয়েছে।আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে হত্যা করা হতে পারে। পরিচয় সনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে। ভোরের আকাশ/এসআই
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালুমহলের আধিপত্ত্য বিস্তারকে কে কেন্দ্র করে বালু উত্তোলনকারী শ্রমিকদের উপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে ৬জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর সাড়াঘাট এলাকায় বালুমহলের আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক টনি বিশ্বাস ও নাটোরের লালপুর এলাকার বালু ব্যবসায়ী কাকনের মধ্যে বিরোধ চলছিল।বৃহস্পতিবার (২২ মে) সকালে টনি বিশ্বাসের লোকজন সাড়াঘাট এলাকায় বালু উত্তোলন করছিল। এ সময় কয়েকটি নৌকা বোঝায় দূর্বৃত্তরা এসে বালু উত্তোলনকারীদের লক্ষ্যকরে গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বালু উত্তোলনকারী টনি বিশ্বাসের দাবি তিনি সরকারী অনুমোদন নিয়ে বালু উত্তোলন করছে। অপর পক্ষে কাকনের সাথে যোগাযোগ করা সম্বব হয়নি।ঈশ্বরদী নৌ পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। অপ্রতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোরের আকাশ/এসআই
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২মে ) দুপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়াম হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা প্রমুখ।প্রধান অতিথি অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার উদ্দেশ্যে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ক্রীড়াপ্রেমী জনগণের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে চাই। পাশাপাশি নতুন খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হবে।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারণার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন।আয়োজকরা জানান, এবারের আসরে মোট ৮টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।ভোরের আকাশ/জাআ