চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৬ পিএম
চিতলমারী উপজেলা বিএনপি আয়োজিত শারদীয় দুর্গোৎসব প্রস্তুতি সভা
বাগেরহাটের চিতলমারী উপজেলার শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উৎসবের মাধ্যমে নির্বিঘ্নে পালনের লক্ষ্যে করণীয় বিষয়ে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক চিতলমারী উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায চিতলমারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ সভায় আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাসে সভাপতিত্বে স্বাগত বক্তব্য মধ্য দিয়ে শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন আলম সাবেক জেলা বিএনপির সদস্য সচিব, রুনা গাজী সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আহসান হাবিব ঠান্ডু উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব, এ্যাডভোকেট অসীম কুমার সমাদ্দার উপজেলা সাবেক যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টে ভাইস চেয়ারম্যান, গাজী আ. রহমান, সাবেক হিজলা ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি, শেখ জাহিদুর রহমান ইউনিয়ন বিএনপির সভাপতি, সুভাষ বালা শুভ সাধারণ সম্পাদক, নোয়াব আলী শেখ শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, জাকারিয়া মিলন উপজেলা যুবদলের আহবায়ক, শেখ আসাদ সদস্য সচিব, কাশীনাথ বৈরাগী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টে আহবায়ক ও সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল, সহকারী অধ্যাপক জহরলাল সরকার উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট আহবায়ক, মানবেন্দ্র মজুমদার সদস্য সচিব, সন্দীপ বিশ্বাস উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টে যুগ্ম আহবায়ক, কৌশিক বৈরাগী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শেখ।
ভোরের আকাশ/জাআ