বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০১:৫৫ পিএম
বিএমপির এয়ারপোর্ট থানার অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এয়ারপোর্ট থানার একটি বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ মে রাত ১১টা ৩০ মিনিটে, এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০নং ওয়ার্ডের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম পাশে, বৈশাখী স্টোরের সামনে অভিযান চালায় থানা পুলিশের একটি আভিযানিক দল।
অভিযানটি পরিচালনা করেন এসআই (নিঃ) মোঃ তারিকুজ্জামান। তাঁর নেতৃত্বে ছিলেন এএসআই (নিঃ) মোঃ আজমল উদ্দিন ঠাকুর, কনস্টেবল ইউসুফ আলী, আনোয়ার হোসেন, মোঃ জহিরুল ইসলাম এবং মোঃ জাকির হোসেন।
অভিযানে নয়ন তালুকদার (১৯), পিতা–মিলন তালুকদার, মাতা–মৃত হাসিনা বেগম @ মনি বেগম, সাং–উত্তর ফুলহাতা তালুকদার বাড়ি, বহরবুনিয়া, থানা–মোরেলগঞ্জ, জেলা–বাগেরহাট এর হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে
ভোরের আকাশ/এসএইচ