× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে স্বেচ্ছাশ্রমে ২৫ গ্রামে কাঠের সেতু নির্মাণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৫ ০১:২২ এএম

স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করে প্রশংসিত টাঙ্গাইল আকরাম ফাউন্ডেশনের ‘যুবসমাজ’

স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ করে প্রশংসিত টাঙ্গাইল আকরাম ফাউন্ডেশনের ‘যুবসমাজ’

টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলায় হুগড়া ইউনিয়নে ২৫টি গ্রামের ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছেন এসি আকরাব ফাউন্ডেশন এর ‘যুবসমাজ’। এতে প্রায় ২৫টি গ্রামের লক্ষধিক মানুষের ভোগান্তি লাঘব হবে বলে মনে করছেন এসি আকরাম ফাউন্ডেশন। 

জানা যায়, ইতোমধ্যে দক্ষিণ হুগড়া  সেতু, গায়েন পাড়া সেতু, হুগড়া পুরাতন জামে মসজিদ সংলগ্ন সেতু,উত্তর হুগড়া শওকত ডা. বাড়ির সংলগ্ন সেতু, মন্ডল মোড়ের উত্তরে রহিমের বাড়ির সংলগ্ন সেতু, পূর্ব চিনাখালির গেদা গায়েনের বাড়ি সংলগ্ন কাঠের সেতু মোট ৬টি নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব কাঠের সেতু নির্মাণ শেষ হলে ইউনিয়নের লক্ষাধিক মানুষের জনদুর্ভোগ হতে মুক্তি পাবে। আর এই কাজে নিয়মিত স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন হুগড়া ইউনিয়নের রিপন মন্ডল , সোলাইমান, কবির, মাসুম, সিয়াম চাকলাদার, রউফ, ইমরান মন্ডল, আমির মন্ডল, আলিম মন্ডল,  খোকা, মুকুল, রফিকুল ব্যাপারি, আকালু চাকলাদার, লতিফসহ বেশ কিছু যুবক। 

স্থানীয়রা বলেন, এলাকার ছোট বড় যে সমস্ত খাল রয়েছে সে সমস্ত খালে মানুষের ভোগান্তি লাঘবের জন্য স্বেচ্ছায় কিছু যুবক সেতুর কাজ করে যাচ্ছেন। এটি এই ইউনিয়নের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছেন ইউনিয়নের যুবসমাজ। যদিও সমস্ত অবকাঠামো এসি আকরাম ফাউন্ডেশন সরবরাহ করছে। তারপরও যুব সমাজের মধ্যে একটি উৎফুল্ল নিয়ে ইউনিয়নের ভোগান্তি কমাতে তারা কাজ করে যাচ্ছে। এটি দেখে আশেপাশে ইউনিয়নের যুব সমাজ আগ্রহী হচ্ছে। 

সিয়াম চাকলাদার বলেন, বর্ষা এলেই চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বর্ষার আগেই আমাদের এই অঞ্চলে যে সমস্ত গ্রামের মানুষ পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে সে সমস্ত এলাকায় আমরা স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ করেছি। আমাদের এলাকার বেশ কিছু যুবক রয়েছে তারা এলাকার যেকোনো সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে। এরমধ্যে ছাত্র সহ দিনমজুর  শ্রমিকও  রয়েছেন। 

স্বেচ্ছাশ্রমের সদস্য আমির মন্ডল বলেন, আমরা সর্বপ্রথম হুগড়া ইউনিয়নে  গ্রামগুলো পরিদর্শন করে ব্রিজের কারণে জনদুর্ভোগ এলাকা চিহ্নিত করি।  এর পর  ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের কাছে আবেদন করলে তারা অবকাঠামো ব্যবস্থা করে দেন।  তিনি আরো বলেন, শুধু কাঠের সেতুই নয়।  বৃষ্টির কারণে যে সমস্ত রাস্তা ভেঙ্গে যায় সে সকল রাস্তা মাটি ভরাট করে রাস্তার মেরামতের কাজও আমরা করে থাকি। 

স্থানীয় খলিল মন্ডল বলেন, এই সব সেতু নির্মাণ হওয়ায় আমাদের অনেক ভোগান্তি কবে আসবে। যদিও কাঠের সেতু। হয়তো কয়েক বছর পর কাঠগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরও এ সেতু হওয়াতে জনদুর্ভোগ অনেক কমবে । তিনি আরো বলেন,, সরকারের অর্থায়নের চিন্তা না করেই এই ইউনিয়নের চেয়ারম্যান তিনি আকরাম ফাউন্ডেশন এর অর্থায়নে এই ইউনিয়নের ছোট ছোট কাঠের সেতু কাজ করে দিচ্ছেন। তবু সরকারের কাছে আমাদের দাবি এই অবহেলিত ইউনিয়নের কাজগুলো স্থায়ীভাবে করে দেওয়ার জন্য। 

হুগড়া ইউনিযন পরিষদের চেয়ারম্যান ও এসি আকরাম ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক নূর -এ আলম তুহিন জানান, আমাদের এই ইউনিয়নটি যমুনা নদীর পার ঘেঁষা। এই ইউনিয়নে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এর আগে এই ইউনিয়নের সবচেয়ে বড় দুর্ভোগ ছিল নদী ভাঙ্গন। সেটি যদিও বর্তমানে ভাঙ্গন প্রতিরোধ হয়েছে। 

তিনি আরো জানান, যমুনা নদী ঘেঁষা হওয়ার কারণে বর্ষার পানিতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এসব মানুষের দুর্ভোগ লাঘবের জন্য দীর্ঘদিন ধরে ছোট ছোট কাঠের সেতু নির্মাণ করে  যাচ্ছি। শুধু তাই নয় বিভিন্ন গ্রামগঞ্জে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য টিউবওয়েল, সেনেটারী সহ বেশ কিছু কাজে অংশগ্রহণও করে থাকে এসি আকরাম ফাউন্ডেশন। আর এ ফাউন্ডেশনের সহযোগিতা করে থাকেন এলাকার ছাত্র ও যুব সমাজ । তারা খুব সহজেই মানুষের ভোগান্তি লাঘবের জন্য মানুষের পাশে এসে দাঁড়ায়। স্বেচ্ছায় যারা শ্রম দিয়ে যাচ্ছে তাদের কখনোই ডাকতে হয়নি। তারা নিজেরাই আকরাম ফাউন্ডেশনের সহায়তা নিয়ে বিভিন্ন মানুষের কল্যাণে কাজ করছে।

ভোরের আকাশা/আজাসা

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা