× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে এটিএম বুথে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকরা

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১০:০৩ পিএম

ময়মনসিংহে এটিএম বুথে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকরা

ময়মনসিংহে এটিএম বুথে টাকা নেই, ক্ষুব্ধ গ্রাহকরা

মো. মোতালেব হোসেন ডাচ্-বাংলা ব্যাংকের গ্রাহক।  তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি গ্রামের বাসিন্দা।  কয়েকটি বুথ ঘুরেও টাকা না পেয়ে অবশেষে ময়মনসিংহ শহরে চলে আসেন।  এখানেও দুই বুথে টাকা না পেয়ে অবশেষে একই ব্যাংকের আরেকটি বুথ থেকে ১৩ হাজার টাকা তুলতে পেরেছেন।  তবে শহর পর্যন্ত আসতে তার খরচ হয়ে গেছে ১০০ টাকা।  বাড়িতে ফিরতে একই পরিমাণ টাকা খরচ হবে।  এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এ গ্রাহক।

শুক্রবার (১৩ জুন) বিকেলে শহরের ছোট বাজার এলাকায় অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে গিয়ে দেখা যায়, বুথ থেকে বের হয়েছেন মোতালেব।  কথা হয় তার সঙ্গে।  তিনি বলেন, আমার বাড়ি গৌরীপুর উপজেলার ভাংনামারি গ্রামের প্রত্যন্ত এলাকায়।  পারিবারিক সমস্যার কারণে জরুরি ভিত্তিতে ১৩ হাজার টাকা প্রয়োজন।  এজন্য গ্রাম থেকে অটোরিকশা ভাড়া করে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে টাকা তুলতে যাই।  কিন্তু বুথে গিয়ে দেখি টাকা নেই।  এই অবস্থায় চলে আসি শহরের ছোট বাজার এলাকার বুথে।  এখানে তিনটি বুথ রয়েছে।  এর মধ্যে দুই বুথে টাকা নেই।  পরে অন্য বুথটি থেকে টাকা তুলতে পেরেছি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বুথে টাকা না থাকায় ভোগান্তিতে পড়েছি।  সবগুলো বুথে পর্যাপ্ত টাকা রাখা প্রয়োজন।  জরুরি প্রয়োজনে টাকা তুলতে এসে গ্রাহকদের ফিরে যেতে হচ্ছে।

এছাড়া শহরের বিভিন্ন ব্যাংকের বুথে গিয়েও বেশিরভাগ বুথে টাকা না থাকার তথ্য পাওয়া গেছে।  গ্রাহকরা জানিয়েছেন, তারা এক বুথে থেকে আরেক বুথে ঘুরছেন।  টাকা না পেয়ে ফিরে যাচ্ছেন।  যে বুথে টাকা রয়েছে, সেখানে গ্রাহকরা ভিড় জমাচ্ছেন।

বড় বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের বুথের ভেতরে ঢুকে দেখা যায়, তিনটি বুথ পাশাপাশি।  এরমধ্যে একটি বুথে রয়েছে টাকা।  এই বুথ থেকে টাকা তুলতে ভিড় জমিয়েছেন গ্রাহকরা।  ওই দুই বুথ থেকে টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

বুথের নিরাপত্তাকর্মী বলছেন, বুথ নষ্ট হয়ে গেছে।  তবে গ্রাহকরা বুঝতে পারছেন, বুথে টাকাই নেই।
সুমন আহমেদ নামের আরেক গ্রাহক বলেন, গতকাল বুধবার (১২ জুন) শহরের ডাচ্-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি বুথে গিয়েও টাকা পাইনি।  আজ (শুক্রবার) বিকেলেও কয়েকটি বুথ ঘুরে টাকা পাওয়া যায়নি।  একপর্যায়ে এক গ্রাহকের কাছ থেকে জানতে পারি, ছোট বাজারে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংকের দুই বুথে টাকা না থাকলেও একটি বুথে টাকা রয়েছে।  পরে এখানে আসি।  তবে এসে দেখি গ্রাহকের সংখ্যা অনেক বেশি।  তবুও অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টাকা তুলতে পেরেছি।

এই বুথের নিরাপত্তা প্রহরী মহরম আলী বলেন, আমার মনে হয় ঈদের বন্ধের কারণে বুথে থাকা টাকা শেষ হয়ে গেছে।  তবে এখনো একটি বুথ থেকে টাকা তোলা যাচ্ছে।  এটার টাকাও শেষ হলে গ্রাহকরা আরও ভোগান্তিতে পড়বেন।

ডাচ্-বাংলা ব্যাংকের বুথের পাশেই উত্তরা ব্যাংকের বুথ।  এই ব্যাংকের বুথে টাকা না থাকায় গ্রাহকরা এসে ফিরে যাচ্ছেন।  বুথ থেকে কিছুটা দূরে বসে অলস সময় কাটাচ্ছেন নিরাপত্তা প্রহরী শামীম মিয়া।
তিনি বলেন, বুথে এক টাকাও নাই।  তাই গ্রাহকরা টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন।  আমাদের বুথের উল্টো পাশে এনআরবিসি ব্যাংকের বুথ।  এই বুথও ফাঁকা।  এছাড়া শহরের বেশিরভাগ বুথেই টাকা নেই।  তবে কয়েকদিনের মধ্যেই বুথ থেকে টাকা পাওয়া যাবে বলে জানতে পেরেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ডাচ বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুথে টাকা থাকার কথা।  তবে এই মুহূর্তে টাকা না থাকার বিষয়টি তার জানা নেই।

এ বিষয়ে প্রাইম ব্যাংক ময়মনসিংহ শহরের স্বদেশী বাজার শাখার ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন, কোন ব্যাংকের বুথে টাকা নেই, তা আমার জানা নেই।  তবে আমাদের বুথ থেকে টাকা তোলা যাচ্ছে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা