শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫ ০৪:৩৬ পিএম
শিবচরে পার্টনার পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত
মাদারীপুরের শিবচরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড৷৷ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো: হাফিজ হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আফরিনা আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম।
এ সময় বক্তারা, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক -কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উদ্বুদ্ধ করেন। পরে সামনের দিনে কিভাবে আরো ভালো কিছু করা যায় তা জানতে চেয়ে কৃষক-কৃষানী নানান প্রশ্ন করেন। এরই পরিপেক্ষিতে কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রশ্নের উত্তর প্রদান করেন। এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, কৃষক-কৃষাণী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ