রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৪:৫৩ পিএম
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রাবির ছাত্র আহত
রাজশাহীর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে এই ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন (রাবির) রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষা বর্ষের ছাত্র। ঘটনার সময় তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান জানান, সকাল ৬টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই হরিয়ান এলাকায় ট্রেন লক্ষ্য করে বাইরে থেকে পাথর ছোড়া হয়। তখন জানালা খোলা থাকায় পাথরটি সরাসরি সাজ্জাদের মাথায় লাগে। ঘটনার পর উপস্থিত সহযাত্রীরা রক্তপাত বন্ধে সহায়তা করেন। তবে আহত স্থানে একাধিক সেলাই লাগতে পারে।
এ ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন, মধুমতি ট্রেনে আমাদের থানার পুলিশ থাকে না, অন্য থানার পুলিশ দায়িত্বরত থাকে। তবে বিষয়টি খোজ খবর নেওয়ার চেষ্টা করছি।#
ভোরের আকাশ/এসআই