ময়মনসিংহে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের নব-নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বন্যা আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান।
কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এ.কে.এম আমজাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ঘোষবেড় জয়রামকুড়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ হাতেম আলী প্রমুখ।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রদলের পদবঞ্চিত ৫ জনের নাম উল্লেখ কওে অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।রোববার (১৭ মে) রাতে কুমিল্লা কোতওয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।সোমবার (১৯ মে) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ মোল্লা টিপু।মামলার আসামীরা হলেন- কুমিল্লা নগরীর পশ্চিম ধর্মসাগর পাড় এলাকার রশিদ মিয়ার ছেলে মো. মহসিন (৩২), সদর দক্ষিণের আশ্রাফপুর ইয়াসিন মার্কেট এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির ছেলে সালাহ উদ্দিন ওরফে রকি (৩০), শাসনগাছা দফাদার বাড়ি এলাকার অজ্ঞাত পিতার ছেলে মো. সোহাগ হোসেন (৩০), কালিয়াজুড়ি এলাকার সাইফুল ইসলাম (২৫), এবং পাঁচথুবী ইউনিয়নের শ্রীপুর এলাকার মারুফ আহমেদ (২৪) সহ আরো অজ্ঞাতনামা ২০-৩০ জন।কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা টিপু মামলার লিখিত অভিযোগে দাবি করেছেন, শহরের কান্দিরপাড় এলাকায় দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে ছাত্রদলের পদবঞ্চিত দাবি করা কিছু সন্ত্রাসী জড়িত রয়েছে যারা বিএনপি’র গায়ে দাগ লাগাতে চায়।অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে দলবদ্ধভাবে হামলা চালায় অভিযুক্তরা। তারা অবৈধ আগ্নেয়াস্ত্র, লোহার রড, লাঠি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়ের সামনে এসে উত্তেজনাকর ও উসকানিমূলক স্লোগান দেয়। এরপর একপর্যায়ে তারা দলীয় কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর ও তাণ্ডব চালায়।হামলাকারীরা দলীয় অফিসের দেয়ালে ঝুলানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নামিয়ে এনে মাটিতে ফেলে দেয়। তারা অফিসের চেয়ার-টেবিল, দরজা-জানালা ভেঙে ফেলে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলে দেয়। অভিযোগে বলা হয়, তারা কার্যালয়ের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। তবে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।এ সময় তারা ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় পড়ে। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।ইউসুফ মোল্লা জানান, ১৫ মে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহল এই কমিটি বাতিলের দাবিতে অপতৎপরতা চালিয়ে আসছিল। অভিযুক্তরা নিজেদের পুরোনো ত্যাগী ও পদবঞ্চিত কর্মী দাবি করে শহরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। তিনি অভিযোগ করেন, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং দলের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরির গভীর ষড়যন্ত্রের অংশ।তিনি আরও জানান, ঘটনার পরপরই তিনি কার্যালয়ে ছুটে যান এবং উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশের দোকানগুলোর সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করেন। এরপর দলীয় ঊর্ধ্বতন নেতৃবৃন্দের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানার মাধ্যমে থানায় জমা দেওয়া হয়। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু মুঠোফোনে বলেন, দলের ভিতরে কোন্দল সৃষ্টি করার জন্য যারা এমন সন্ত্রাসী কর্মকান্ড করেছে তারা আমাদের দলের কেউ না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, আমরা মামলাটি গ্রহণ করেছি। এবং ইতিমধ্যেই আসামিদের ধরতে অভিযান পরিচালনা করছি। আশা করছি অতি দ্রুতই আসামিরা।ভোরের আকাশ/এসআই
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবাসহ রোকন মোল্লা (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মোহন মোল্লার ছেলে।সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক রোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ভোরের আকাশ/জাআ
নাটোরের নলডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ মে) বিকেলে নলডাঙ্গা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা সিএনজি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ উদ্দিন প্রমূখ। ভোরের আকাশ/এসআই
‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জ্বলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষাবিদ উত্তরণ মডেল কলেজের সভাপতি সিরাজুল ইসলাম।সোমবার (১৯ মে) সকাল ১১ টায় কক্সবাজারের শহরতলীর উত্তরণ মডেল কলেজ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে।প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন, জীবাশ্ম জালানি থেকে বেরিয়ে আসতে না পারলে এই পৃথিবী একটি দূষিত নগরীতে পরিনত হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে নবায়নযোগ্য জালানির কোন বিকল্প নেই। তাই আজকের নতুন প্রজন্ম কে জীবাশ্ম জালানির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে এখন থেকে তৈরি হতে হবে।উত্তরণ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা আবদুল আজিজ। পক্ষ দলে বিতর্কে অংশ গ্রহন করেন, কামরুল হাসান (একাদশ) মোঃ ওমাইরুল ইসলাম (একাদশ) ও তামান্না আকতার (একাদশ) বিপক্ষ দলে অংশ নেন, আবদুল আজিজ (দ্বাদশ), তানজিমুল হোছাইন তানিম (দ্বাদশ) ও উম্মে হাবিবা (দ্বাদশ)।অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল কাদের চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, প্রভাষক, আবদুল জব্বার, মোঃ হাসান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শামশুল আলম শ্রাবণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ বিষয়ক বই উপহার দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন, (ধরা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, মোঃ হাসান, প্রভাষক যথাক্রমে আবদুল জব্বার, রিয়াজ উদ্দীন, রফিকুল ইসলাম, রেবেকা সুলতানা ডেজি, জুনায়েদ এয়াকুব, কায়ছার হামিদ, মকসুদা সাবরিন ইতু, মামুনুর রশিদ, জয়নব আরা, আলী নূর শাওন, শাহনুর আকতার, হারুনর রশীদ, এম আলাউদ্দিন রবিন ও তাহমিনা জান্নাত ছামিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। ভোরের আকাশ/এসআই