আগামী সংসদ নির্বাচন
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৮:৪০ পিএম
রামগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী
আল মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনীত করা হয়েছে। তিনি ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (২৪ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় এই ঘোষণা দেন দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। এসময় দায়িত্বশীল কর্মশালায় জেলার সবকয়টি উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় মুফতী ফয়জুল করিম তার বক্তব্যে বলেন, জাকির হোসেন পাটোয়ারী একজন আদর্শবান, সৎ, জনবান্ধব এবং দানশীল ব্যক্তি। রামগঞ্জবাসীর উন্নয়ন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি একজন যোগ্য প্রার্থী।
তিনি আরও বলেন, আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা দুনিয়ার পাশাপাশি আখিরাতের দায়িত্বও বুঝবে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীক মানেই শান্তি, ন্যায় ও ইনসাফ।
এদিকে, প্রার্থীতা ঘোষণার পর আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী সংক্ষিপ্ত বক্তব্যে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
তিনি বলেন, এই অঞ্চলের মানুষের সেবা করাই আমার লক্ষ্য। আমি চাই ন্যায়-ইনসাফভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকে নির্বাচিত হলে রামগঞ্জের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
উল্লেখ্য, আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী বহুদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। এলাকায় তিনি ইতিমধ্যেই সমাজসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
ভোরের আকাশ/এসএইচ