ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৬:১২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশু আটক
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ট্রাক-পিকআপ ও আড়াই কোটি টাকার ভারতীয় ছাগল-দুম্বাসহ এক জনকে আটক করেছে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়ান। আটক মো. ইয়াকুব আলী (২৯) যশোর জেলার শার্শা উপজেলার পোটখালী গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৯ মে) সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ১ জনসহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ছাগল ৩২টি, দুম্বা ১০টি, মাঝারি ট্রাক একটি ও একটি পিকআপ আটক করা হয়। আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক বাজারমূল্য দুই কোটি সাতচল্লিশ লাখ টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ লক্ষ্যে আটককৃত আসামীসহ ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপের বিষয়ে নিকটস্থ থানায় আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে সবরকম চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসআই