বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী আটক
কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
আটক ছেনুয়ারা বেগম (৪৮), টেকনাফ মুন্ডার ডেইল পশ্চিম সাগরপাড়ের শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক মাদকারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
বাগেরহাটের চিতলমারী উপজেলার মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন প্রধান শিক্ষক।শনিবার (২৫ মে) বিকাল ৫টায় চিতলমারী প্রেসক্লাবে নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনে লিখিত ভাবে পাঠ করে শোনান উপজেলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদার।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ১৯৯৫ সাল থেকে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। শিক্ষকতাই আমার পেশা। শিক্ষকতা ও শিক্ষাঙ্গনের বাইরে আমি কোন রাজনৈতিক দলের জড়িত ছিলাম না। তবে প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বিদ্যালয়ে উন্নতি স্বার্থে এবং শিক্ষার্থীদের সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের সাথে চলাফেরা করতে হয়েছে। তবে মনে প্রাণে আমি কখনো কোন দলের সাথে জড়িত ছিলাম না। এখনো নাই এবং ভবিষ্যতে থাকবো না। আমি শিক্ষকতা পেশা নিয়ে থাকতে চাই।সম্প্রতি কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ ও তাঁতী লীগের নাকি আমার নাম রয়েছে। প্রতিহিংসা মুলকভাবে কেউ আমার বিরুদ্ধে এই মিথ্যা, বানোয়াট, ভুয়া অপপ্রচার চালাচ্ছে। আমি এই মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ জিন্নাত আলী শেখ চিতলমারী সদর ইউনিয়নের ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিসহ অনেকে।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত দায়িত্বশীল শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান।বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জহুরুল হক, বাইতুল মাল সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য একেএম ফেরদৌস আলম প্রমুখ।অনুষ্ঠানে গাইবান্ধা সদরের সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ইসলামী আন্দোলনের গুরুত্বের পাশাপাশি প্রতিজন জনশক্তিকে নৈতিকতার সাথে নিজেদের মানোন্নয়নের জন্য আহবান জানান।ভোরের আকাশ/এসএইচ
খুলনা মহানগরীর টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মিলনায়নে নজরুল জন্মোৎসবের উদযাপিত হয়েছে।শনিবার (২৪ মে) খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।খুলনা নজরুল একাডেমী ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মোৎসব সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম। অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক জান্নাতী আফরোজ প্রমুখ।নজরুল জন্মোৎসবে চিত্রাংকন, নজরুলের কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ভোরের আকাশ/এসআই
চট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড় থেকে মাটি কেটে ইট ভাটায় সরবরাহের অভিযোগে অভিযান চালিয়ে দুই ইট ভাটার ম্যানেজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৪ মে) সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছনখোলা চূড়ামণি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।জরিমানা প্রদানকারী দুই ম্যানেজার হলেন- এইচ.এ.বি’র ম্যানেজার রাবেত ইসলাম (৩৮) ও এম.বি.এফ’র মানিক দেবনাথ (৩৬)।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এওচিয়া ইউনিয়নে ছনখোলায় পাহাড়ি টিলার মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগ পায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। এর প্রেক্ষিতে এইচ.এ.বি ও এম.বি.এফ নামক ইটভাটায় অভিযান চালালে এর সত্যতা পাওয়া যায়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় দুই ইটভাটার দুই ম্যানজারের প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযানের সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র রসায়নবিদ জান্নাতুল ফেরদৌস। এতে থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সহায়তা করেন।এসি ল্যান্ড ফারিস্তা করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসআই