দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫ ০২:২০ পিএম
ফেনীর ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী চুড়ান্ত
ফেনীর ৩ টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার বিকেলে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগ আয়োজিত প্রতিনিধি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল দায়িত্বশীলের মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ফেনীর ৩ টি আসনের প্রার্থী ঘোষণা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল।
ফেনী-১ আসনের জন্য জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আজিজ উল্লাহ আহমদী, ফেনী -২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ফেনী -৩ আসনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাতের নাম ঘোষণা করা হয়।
এসময় প্রার্থীদের দলীয় প্রতীক "দেয়াল ঘড়ি" এর পক্ষে গণসংযোগ করতে নির্দেশ দেয়া হয়।
ভোরের আকাশ/জাআ