ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে গাঁজা রাখার অভিযোগে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগর (২৬) এবং চার মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ ঘটনায় জাহিদ হোসেন সাগরকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরতলীর লালপোল বেদেপল্লী সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় অনুষ্ঠিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল হোসেন তমাল ও ফারাজ হাবিব খান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার মারই কমনহাতা গ্রামের আবদুল মান্নান (৩৫), ফরিদপুরের নগরকান্দা উপজেলার পাঁচখাইচাইল গ্রামের মো. সবুজ মিয়া (৩২) এবং বরিশালের আমতলী উপজেলার বহিলাতলী গ্রামের বশির হাওলাদার (৩০)।ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেনী জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় তার সংগঠনিক পদসহ সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করা হলো।’এই সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।জানা যায়, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন বলেন, ‘এটি সংগঠনের স্বাভাবিক নীতির পরিপন্থী কাজ। বিষয়টি আমরা যাচাই করে সত্যতা নিশ্চিত করেছি এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, আটক প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী শাস্তি প্রদান করা হয়েছে।ফেনী জেলা কার্যালয়ের পরিদর্শক রাজু আহাম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ভোরের আকাশ/মো.অ.
২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
ফেনীতে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক ১
ফেনীর পরশুরাম উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার মনতলা হাসপাতাল মোড় এলাকায় এই আটকের ঘটনা ঘটে।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত চোরাচালান প্রতিরোধ টহলের অংশ হিসেবে রাজেশপুর বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা হাসপাতাল মোড় এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত মেইন পিলার ২১৩৮/২ এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। এসময় বিজিবির টহল দল একটি ইজিবাইককে থামার জন্য সংকেত দিলে বাইকে থাকা দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে সাইফুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে সাইফুলের শরীর তল্লাশি করে ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটক সাইফুল ইসলাম পরশুরাম উপজেলার নোয়াপুর গ্রামের মো. মাদু মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম মো. কামাল (৩৫) বলে শনাক্ত করা হয়েছে, তিনি একই গ্রামের মো. সোনা মিয়ার ছেলে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৬,৬০০ টাকা বলে বিজিবি জানিয়েছে।আটক সাইফুল ইসলামকে আসামি এবং মো. কামালকে পলাতক আসামি দেখিয়ে পরশুরাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ পিএম
৫ যুগ ধরে জরাজীর্ণ- ঝুঁকিপূর্ণ ঘরে চলছে বিদ্যালয়ের পাঠদান
ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভবন সংকট দেখা দিয়েছে। ফলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ঘরে এবং পাশের একটি এতিমখানার ভবনের কক্ষে চলছে পাঠদান। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা।তাদের অভিযোগ, বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ নেই। দ্রুত একটি স্থায়ী বহুতল ভবন নির্মাণের পাশাপাশি মানসম্মত টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।বিদ্যালয় সূত্রে জানা গেছে, ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে দোতলা ভবন নির্মাণ করা হলেও ১০ বছরের মধ্যে তা ভেঙে পড়তে শুরু করে। ২০২০ সালে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করে এবং ২০২৫ সালের জুন মাসে নিলামের মাধ্যমে ভবনটি ভেঙে ফেলা হয়। প্রতিষ্ঠার পর থেকে নির্মিত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ দুই কক্ষবিশিষ্ট ভবনে দুটি শ্রেণি কার্যক্রম এবং পাশের ইছহাকীয়া এতিমখানার মাদ্রাসা ভবনের কক্ষে পাঠদান চলছে। বর্তমানে শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৫১ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে।বিদ্যালয় সূত্র আরও জানায়, মূল ভবন ভেঙে ফেলার পর ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে ১৭ লাখ ৮০ হাজার ৪৮৫ টাকায় তিন কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে কাজ শেষ হলেও দরজা, জানালা, বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান, লাইট কিছুই লাগানো হয়নি। ফলে ভবনটি ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া বিদ্যালয়ে টয়লেট ও পানিরও কোনো সুব্যবস্থা নেই।শিক্ষার্থীর অভিভাবক আব্দুল করিম বলেন, এ প্রতিষ্ঠানে টয়লেট আছে তা ব্যবহার উপযোগী নয়। পানি নেই, বাইরে থেকে আনতে হয়। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পড়াশোনা করছে ছেলেমেয়েরা। এতে আগামীতে ভর্তি কমে যাবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা আক্তার বলেন, নতুন টিনশেড ভবনে দরজা-জানালা, বৈদ্যুতিক ইনস্টলেশন, ফোরসিলিংসহ আসবাবপত্র দ্রুত সরবরাহ করা গেলে শ্রেণি কার্যক্রম চালানো যাবে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহীনা আক্তার জানান, বিদ্যালয়ে নানা সমস্যা রয়েছে। বিশেষ করে স্বাস্থ্য ও নিরাপত্তাহীনতার মাঝে রয়েছে শিক্ষার্থীরা।সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আজগর বলেন, যেহেতু এলজিইডির মাধ্যমে উপজেলা পরিষদের অর্থায়নে শ্রেণিকক্ষ নির্মিত হয়েছে, তাই এগুলো ব্যবহারোপযোগী করার কথা। কিন্তু এখনো তা হয়নি। আমি উপজেলা প্রশাসন ও এলজিইডিকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করব।উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, নতুন ভবনের জন্য আবেদন করা হয়েছে। টিনশেড ভবনে দরজা-জানালা ও অন্যান্য উপকরণের জন্য ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ অনুমোদন হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩১ পিএম
দাগনভূঞায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শামসুজ্জামান খান (৩২) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) ব্যবস্থাপক নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুলাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি অফিসের কাজ শেষে মোটরসাইকেলে নোয়াখালীর বেগমগঞ্জে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামসুজ্জামান মোটরসাইকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ধরে যাচ্ছিলেন। পথে তুলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।নিহত শামসুজ্জামান খান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কলাপাড়া এলাকার আবদুর রফিক খানের ছেলে। তিনি বেসরকারি সংস্থা 'দিশা'র নোয়াখালীর বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।'দিশা'র ফেনী সদর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, শামসুজ্জামান বেগমগঞ্জ অফিসের একটি মেসে থাকতেন। তিনি দাপ্তরিক কাজে একটি চেকে স্বাক্ষর করার জন্য দাগনভূঞায় এসেছিলেন এবং কাজ শেষে নিজের কর্মস্থলে ফিরছিলেন। সংস্থার জোনাল ম্যানেজার মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মৃত্যুর খবরটি নেত্রকোনায় তার পরিবারকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ পিএম
ফেনীকে জলবায়ু স্মার্ট শহর হিসেবে গড়ার লক্ষ্যে আলোচনা সভা
ফেনীকে একটি অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু স্মার্ট শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"People's adaptation plans for inclusive climate smart cities" শীর্ষক এই সভায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও এর থেকে উত্তরণের জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সভায় বক্তারা ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিতকরণ ও কার্যকর পরিকল্পনা প্রণয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রশাসক সুলতানা নাসরিন কান্তা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী সদর উপজেলার সম্মানিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম মহোদয়। ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন মহোদয়ের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।আলোচনায় জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। আলোচকগণ শহরের ঝুঁকিপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করতে এবং কার্যকর পরিকল্পনা প্রণয়নে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ম্যাপিংয়ের ব্যবহার অপরিহার্য বলে মত দেন।এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট এবং স্বাস্থ্যঝুঁকির মতো বহুমুখী সমস্যা নিরসনে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।উপস্থিত বক্তারা বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য জনগণের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এই আলোচনা সভায় গৃহীত সিদ্ধান্ত ও সুপারিশগুলো ফেনীকে একটি টেকসই ও জলবায়ু সহনশীল নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৬ পিএম
ফেনী সীমান্তে ভারতীয় মদের বড় চালান জব্দ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার সাতমন্দির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) একটি টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। জব্দকৃত মদের চালানের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭১ হাজার টাকা।ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তর সূত্রে জানা যায়, একটি চক্র ভারত থেকে অবৈধভাবে মদের চালান বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া সীমান্ত চৌকির (বিওপি) একটি বিশেষ টহল দল সাতমন্দির এলাকায় অবস্থান নেয়।এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৪ বিজিবির অধিনায়ক।তিনি আরও উল্লেখ করেন, ফেনী সীমান্তের সুরক্ষা, সব ধরনের মাদকের অবৈধ পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে প্রতিরোধ করার লক্ষ্যে ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
০৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫ এএম
দেশ গড়তে তরুণদের ঝুঁকি নিতে হবে: ফয়জুল হক
তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফেনীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টায় জেলার ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন।প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক বলেন, ‘তরুণরা আমাদের প্রাণ। যেকোনো কাজে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমাদের তো এগিয়ে আসা সম্ভব না। আমাদের বয়স হয়েছে। আমরা পরামর্শ দেব। তরুণদের ঝুঁকি নিতে হবে। আমরা ৭১-এ দেখেছি। এক বছর আগে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি, তরুণরা গণআন্দোলন করে কীভাবে ঝুঁকি নিয়েছে। এভাবে তরুণরা আমাদের এগিয়ে নিয়ে যাবে।’তরুণ নারী-পুরুষদের শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘এগিয়ে নেয়ার জন্য তরুণদেরে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে তরুণ নারী-পুরুষ যারা আছে তাদের শক্তিশালী করা দরকার। ছাত্র জীবন থেকে যারা পড়াশোনা করে তাদের যদি সঠিক মনিটরিং করতে পারি তাহলে তারা সঠিক পথে চলতে পারবে।’ফেনীর শিক্ষাগত ঐতিহ্য স্মরণ করে ফয়জুল হক বলেন, ‘শিক্ষার হারে ফেনী পিছিয়ে আছে। এক সময় শিক্ষার হারে নোয়াখালী অঞ্চল এগিয়ে ছিল। বিশেষ করে হুজুররা। বাংলাদেশের শিক্ষার হার এগিয়ে নিতে তারা ভূমিকা রেখেছেন। এখানে হুজুররা সারাদেশের বিভিন্ন মক্তব মাদরাসায় শিক্ষা দিতো। আপনাদের ফেনীর মানুষকে হারানো সে গৌরব ফিরিয়ে আনতে হবে। ফেনীবাসীকে এ যায়গায় গুরুত্ব দিতে হবে। এখানকার যে বিশাল জনসংখ্যা এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে ফেনী এগিয়ে যাবে।’অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিম, দৈনিক আমার কাগজের ফেনী প্রতিনিধি মো: আলাউদ্দিন, বাংলা প্রেস মিডিয়া এর প্রকাশক মোহাম্মদ আবু দারদা এবং বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আরা চৌধুরানী।সভার সভাপতি ও ফেনী জেলা তথ্য অফিসার এস.এম.আল আমিন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০ এএম
ফেনীতে পলাতক আসামি গ্রেফতার
ফেনী জেলা থেকে ইউনুছ নবী বাবু (২০) নামে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জেলার ফেনী সদর থানাধীন দোয়েল চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইউনুছ নবী বাবুকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। বাবু চট্টগ্রামের সীতাকুন্ড থানার লাঠিয়াল পাড়া এলাকার বাহার উদ্দিনের ছেলে।তিনি ফেনী সদর থানায় ২০১৯ সালের ১৬ জুলাই দায়ের হওয়া একটি মাদক মামলার (মামলা নং-৪৩) ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারার সেই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করলে তিনি পলাতক হন।গ্রেফতার ইউনুছ নবী বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৩ পিএম
ফেনীতে টাইফয়েড টিকা কর্মসূচি সফল করার তাগিদ
ফেনীবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।শনিবার (৩০ আগস্ট) ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা তাদের নিজ নিজ এলাকার সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এর সফল বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ের মধ্যে লক্ষ্য জনগোষ্ঠীর রেজিস্ট্রেশন সম্পন্ন করার ওপর বিশেষভাবে জোর দেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির সাফল্য তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর অনেকাংশে নির্ভরশীল।অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার অধীন ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ কর্মক্ষেত্রের অগ্রগতি, সমস্যা এবং সম্ভাবনার কথা মাসিক প্রতিবেদনে তুলে ধরেন। তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের কাজের পর্যালোচনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার উপায় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, এই মাসিক সমন্বয় সভা স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের একটি নিয়মিত অংশ। এর মাধ্যমে সরকারের স্বাস্থ্য বিষয়ক সব কর্মসূচি সফলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়।ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ০৮:৫৪ এএম
ফেনীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, আটক ১
ফেনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে রাসেল (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে।বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মেসার্স সোনালী ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শিশুর নাম শোভা আক্তার। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারবাবিতা গ্রামের সোলেমান আলী ও মুক্তা বেগমের মেয়ে। পরিবার নিয়ে শোভা ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের মিন্টু মিয়ার কলোনীতে বসবাস করছিল। তার মা ওই ব্রিক ফিল্ডে শ্রমিকদের জন্য খাবার রান্না করতেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে শোভা নিখোঁজ ছিল। সন্ধ্যা পর্যন্ত তাকে না পেয়ে পরিবার ও এলাকাবাসী মাইকিং করে। পরে রাতে ব্রিকসের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।স্থানীয় বিএনপি নেতা কামাল উদ্দিন আহমেদ বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুটির মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো কাপড় ছিল না। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নুর নবী জানান, খোঁজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের পাশে শিশুটির পরনের প্যান্ট পাওয়া যায়। এতে সন্দেহ হলে শ্রমিক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়।আটক রাসেল ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কলতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি প্রায় দুই বছর ধরে ওই ব্রিকফিল্ডে কাজ করছে।ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
২৮ আগস্ট ২০২৫ ০২:২৭ পিএম
ফুলগাজীতে বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম শামীম ও তার সহযোগীদের বিরুদ্ধে বিএনপি নেতা আবুল কালামকে (৫৫) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।বুধবার (২৭ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৫৫) ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য। তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনার পর আমজাদহাট ইউনিয়নসহ আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আমজাদহাট এলাকায় এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক যুবককে শনাক্ত করা হলে বুধবার সকালে স্থানীয়ভাবে একটি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য আবুল কালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বৈঠক চলাকালে শনাক্ত চোর তার আরও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করে। এ সময় চোর যুবলীগ নেতা শামীমের কাছে আত্মীয়ের নাম প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত হয়ে চোরকে মারধর শুরু করে। এক পর্যায়ে বিএনপির নেতা আবুল কালাম মারধর করতে বাধা দিলে ধারালো বস্তু দিয়ে আঘাত করে তারা মাথা ফাটিয়ে দেয় শামীম। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কালামকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, এ ঘটনায় শনাক্তকৃত চোর উত্তর ধর্মপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মারামারি ঘটনা শুনেছি, তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.