দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০ এএম
ছবি: ভোরের আকাশ
তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ফেনীতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১১টায় জেলার ছাগলনাইয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঁশপাড়া ব্যাপারী বাড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়। ২০২৫-২০২৬ অর্থবছরের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই বৈঠকে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফেনী জেলা তথ্য অফিসার এস এম আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মুমেন।
প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক বলেন, ‘তরুণরা আমাদের প্রাণ। যেকোনো কাজে তারুণ্যকে এগিয়ে আসতে হবে। আমাদের তো এগিয়ে আসা সম্ভব না। আমাদের বয়স হয়েছে। আমরা পরামর্শ দেব। তরুণদের ঝুঁকি নিতে হবে। আমরা ৭১-এ দেখেছি। এক বছর আগে জুলাই আন্দোলনেও আমরা দেখেছি, তরুণরা গণআন্দোলন করে কীভাবে ঝুঁকি নিয়েছে। এভাবে তরুণরা আমাদের এগিয়ে নিয়ে যাবে।’
তরুণ নারী-পুরুষদের শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘এগিয়ে নেয়ার জন্য তরুণদেরে এগিয়ে আসতে হবে। সে লক্ষ্যে তরুণ নারী-পুরুষ যারা আছে তাদের শক্তিশালী করা দরকার। ছাত্র জীবন থেকে যারা পড়াশোনা করে তাদের যদি সঠিক মনিটরিং করতে পারি তাহলে তারা সঠিক পথে চলতে পারবে।’
ফেনীর শিক্ষাগত ঐতিহ্য স্মরণ করে ফয়জুল হক বলেন, ‘শিক্ষার হারে ফেনী পিছিয়ে আছে। এক সময় শিক্ষার হারে নোয়াখালী অঞ্চল এগিয়ে ছিল। বিশেষ করে হুজুররা। বাংলাদেশের শিক্ষার হার এগিয়ে নিতে তারা ভূমিকা রেখেছেন। এখানে হুজুররা সারাদেশের বিভিন্ন মক্তব মাদরাসায় শিক্ষা দিতো। আপনাদের ফেনীর মানুষকে হারানো সে গৌরব ফিরিয়ে আনতে হবে। ফেনীবাসীকে এ যায়গায় গুরুত্ব দিতে হবে। এখানকার যে বিশাল জনসংখ্যা এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগাতে হবে। তাহলে ফেনী এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম আব্দুর রহিম, দৈনিক আমার কাগজের ফেনী প্রতিনিধি মো: আলাউদ্দিন, বাংলা প্রেস মিডিয়া এর প্রকাশক মোহাম্মদ আবু দারদা এবং বাঁশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম আরা চৌধুরানী।
সভার সভাপতি ও ফেনী জেলা তথ্য অফিসার এস.এম.আল আমিন সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
ভোরের আকাশ/এসএইচ