দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ০৮:৫৪ এএম
ছবি: ভোরের আকাশ
ফেনীবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে ফেনী সদর উপজেলার স্বাস্থ্যকর্মীদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত মাসিক সমন্বয় সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা তাদের নিজ নিজ এলাকার সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে এর সফল বাস্তবায়নের জন্য দ্রুততম সময়ের মধ্যে লক্ষ্য জনগোষ্ঠীর রেজিস্ট্রেশন সম্পন্ন করার ওপর বিশেষভাবে জোর দেন।
তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির সাফল্য তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর অনেকাংশে নির্ভরশীল।
অনুষ্ঠানে ফেনী সদর উপজেলার অধীন ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ কর্মক্ষেত্রের অগ্রগতি, সমস্যা এবং সম্ভাবনার কথা মাসিক প্রতিবেদনে তুলে ধরেন। তৃণমূলের স্বাস্থ্যকর্মীদের কাজের পর্যালোচনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করার উপায় নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, এই মাসিক সমন্বয় সভা স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ এবং কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের একটি নিয়মিত অংশ। এর মাধ্যমে সরকারের স্বাস্থ্য বিষয়ক সব কর্মসূচি সফলভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়।
ভোরের আকাশ/মো.আ.