ছবি: ভোরের আকাশ
কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সুযোগ না দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোঃ আসাদুজ্জামান সরকার, সদস্য তানজিনা আলী, জামিনুল ইসলাম, আব্দুল কাদের, জয়নাঠ আবেদীন, সফিয়ার রহমান, আব্দুল গফফার, বিপ্লব মিয়া, সাবু মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণ করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে প্রায় ছয় কোটি টাকার ৩১টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পাচারকারী ব্যক্তি ভারতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।শনিবার (২৬ জুলাই) ভোরে উপজেলার কুমিল্লাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে এসব সোনার বার উদ্ধার করা হয়। বিষয়টি দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক।তিনি জানান, কুমিল্লাপাড়া বিওপি টহল দল ভোরে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তিকে তিনটি পোটলা নিয়ে সীমান্তের দিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পোটলা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যান। পরে পোটলাগুলো তল্লাশি করে ৪ কেজি ২০৩ দশমিক ১১ গ্রাম ওজনের মোট ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা।বিজিবি কর্মকর্তা জানান, উদ্ধার করা সোনার বারগুলো মহেশপুর থানায় জিডি করে আইনগত প্রক্রিয়া শেষে ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
গাজীপুরের কাপাসিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে "সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ" অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেশব্যাপী প্রচার করা হয়। এতে কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবার, আহত যোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিগণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিতি ছিলেন।অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন যোদ্ধা শামিমা আক্তার শিমু, শহীদ জাকিরের স্ত্রী জান্নাতুন নাঈম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সার্বিক ব্যবস্থাপনায় এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা প্রমুখ।জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সাথে উপস্থিত সকলে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ, সাংস্কৃতিক পর্বে গান ও কবিতা আবৃত্তি, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন, সমাজসেবা কার্যালয়ের সুবিধাভোগী ৬ টি এতিমখানা মাদরাসাকে অনুদানের চেক প্রদান করা হয়।এছাড়া 'স্বেচ্ছাসেবী মহিলা সমিতি' এবং ভিডব্লিউবি ও 'মা ও শিশু সহায়তা' কর্মসূচির উপকারভোগীদের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কালবৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে সুনামগঞ্জে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে।শনিবার (২৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়।সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল হাসনাত সরকার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।উল্লেখ্য, উপজেলার বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউ টিন ও তিন হাজার টাকার চেক দেওয়া হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য আরও ৩টি জাহাজ কেনা হচ্ছে। এই খাতে আয় বাড়াতে সরকার এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।শনিবার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করায় চট্টগ্রামের ১৪টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন সনদ নিতে পারেনি, তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে।বেশিরভাগ ইয়ার্ড এখনও নিয়মনীতি অনুসরণ করতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, বিষয়টি সহজ করতে সরকার সহযোগিতা করবে।ভোরের আকাশ/এসএইচ