গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৫ ০৫:২২ পিএম
৭ বছরেও সড়ানো হয়নি চার লেন সড়কের ৪৪টি খুঁটি
দীর্ঘ সাত বছর পেরিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগকে ৮৩ লাখ টাকা পরিশোধ করেছে সওজ। কিন্তু গাইবান্ধা শহরের চার লেন সড়কের ব্যস্ততম ডিবি রোডের উত্তর পাশের ৪৪টি বিদ্যুতের খুঁটি এখনো সড়ানো হয়নি। এতে যানবাহন চলাচল যেমন ব্যহত হচ্ছে, পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে অনেক। ফলে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, গত বছর ৪৪টি খুঁটির পাশে নতুন খুঁটি বসানো হয়েছে। সেগুলোতে তার সংযোগ দিয়ে পুরাতন খুঁটি অপসারণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের রেলগেট থেকে পশ্চিম দিকে উত্তর পাশে এসব খুঁটি দাঁড়িয়ে আছে। সড়কের দক্ষিণ পাশেও কিছু কিছু জায়গায় খুঁটি রয়েছে। আড়াই কিলোমিটার সড়কের সোয়া এক কিলোমিটার অংশ জুরে এসব খুঁটির অবস্থান। খুঁটিগুলো কোথাও রাস্তার ভিতরে আবার কোথাও রাস্তা ঘেষে দাঁড়িয়ে আছে। বিশেষত এই অংশে হকার্স মার্কেট, ডাকবাংলোর মোড়, সাদুল্লাপুর সড়ক মোড়, ফকিরপাড়া, পলাশপাড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে খুঁটি রয়েছে। সেখান দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস-ট্রাক, কার-মাইক্রো, মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। এতে বেড়েছে দুর্ঘটনাও।
শহরের ফায়ার সার্ভিস এলাকার বাসিন্দা দ্বীপন হাসান বলেন, সড়কে খুঁটি থাকায় এই এলাকায় সবসময় যানজট লেগেই থাকে। মানুষের হেটে পথ চলতেও কষ্ট হয়। সময়ও লাগে বেশি।
শহরের থানাপাড়ার বাসিন্দা সাইফুল মিলন বলেন, ফুটপাত দিয়ে চলাচল করতে ভয় লাগে। এসব এলাকায় কখনো কখনো রিকশার সাথে ধাক্কা লাগে। ভয় লাগে কখন যে বাস-ট্রাকের সাথে ধাক্কা লেগে যায়।
এ বিষয়ে গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগ- ২-এর (নেসকো) নির্বাহী প্রকৌশলী মো. আসিফ বলেন, সড়কের উত্তর পাশে নতুন খুঁটি বসানো হয়েছে। সেগুলোতে তার সংযোগ দিয়ে পুরাতন খুঁটি অপসারণ করা হবে।
এ বিষয়ে গাইবান্ধা সওজের বিভাগের নির্বাহী প্রকৌশলী পিয়াস কুমার সেন বলেন, সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য বিদ্যুৎ বিভাগকে বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হচ্ছে না।
ভোরের আকাশ/আজাসা