শিবচরে ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী নিহত
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে ঢাকাগামী বাসের সাথে পন্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলু রহমান (৫০) নামে বাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) ভোর ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহত বাবলু রহমান যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি দ্বার করাও চালক। এসময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়ে ছিল। তখন পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুতগতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। তখন ট্রাকের ধাক্কায় বাবলুর রহমান নামের এক যাত্রী গুরুতর আহত হন। পরে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন,নিহত ব্যক্তি সৌদি প্রবাসী। সকালে তার ফ্লাইট ছিল। তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় কোন আহত নেই।
তিনি আরও বলেন,খবর পেয়েই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দূর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া নেয়া হবে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে চারটি স্বর্ণ বার (৭০৪ গ্রাম)সহ কালাম (৪৪) ও আরজ আলী (৭০) কে আটক করেছে। বুধবার (১৪ মে) বিকালে ৬ বিজিবি চুয়াডাঙ্গা সেক্টরের বুড়িপোঁতা ক্যাম্পের টহল দল মেহেরপুর- বুড়িপোঁতা সড়কের শ্যানের মোড় নামক স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।আটক কালাম বুড়িপোঁতা গ্রামের বর্ডারপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে ও আরজ আলী একই গ্রামের ঝড়ু মন্ডলের ছেলে।বুধবার চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান স্থানীয় সাংবাদিকদের প্রেসবিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৪ লক্ষ ৮৮ হাজার টাকা প্রায়।তিনি জানান, ভারতে পাচারের উদ্যেশ্যে মেহেরপুর থেকে স্বর্ণের বার নিয়ে সীমান্ত এলাকায় যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে বুড়িপোঁতা ক্যাম্পের বুড়িপোঁতা বিওপি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মাসুদ হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ ওই স্থানে অবস্থান নেন। বাইসাইকেল যোগে দুজনকে যেতে দেখে তাদের সিগন্যাল দেন বিজিবি সদস্যরা। এসময় তারা বাইসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাঁদের আটক করে শরীর তল্লাশি করে। একপর্যায়ে কালামের লুঙ্গির সাথে বাধা লাল কসটেপ মোড়ানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তাদের দুজনকে আটকের পাশাপাশি দুটি বাটন মোবাইল ফোন, তাদের ব্যবহৃত বাইসাইকেল ও ৭০৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণবার জব্দ করা হয়।এঘটনায় বুড়িপোঁতা বিওপি ক্যাম্পের নায়েক মাসুদ হাওলাদার বাদি হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দিয়ে আসামিদের সোপর্দ করেছে। ভোরের আকাশ/এসআই
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভেঙে দুই ভাগে বিভক্ত করার প্রতিবাদে দেশের অন্যান্য কাস্টমস হাউসের ন্যায় বেনাপোল কাস্টমস হাউসেও তিনদিনের কর্মবিরতি পালিত হচ্ছে। তবে এ সময়ের মধ্যে আন্তর্জাতিক যাত্রী সেবা, আমদানি-রপ্তানি ও বাজেট কার্যক্রম চলমান থাকবে।বুধবার (১৪ মে) সকালে বেনাপোল কাস্টমস হাউসের গেটে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে এনবিআর ঐক্য পরিষদ এ কর্মসূচি শুরু করেছে দুপুর ১টা পর্যন্ত চলবে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলম বিরতি কর্মসূচি পালন করবেন তারা।কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল ১০ টা থেকে বেনাপোল কাস্টমস হাউজে কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন। বেনাপোল কাস্টম হাউসে কলম বিরতি চলাকালীন সময়ে বেনাপোল কাস্টমস হাউসে কোন কর্মকর্তা বা কর্মচারীকে দেখা যায়নি। দু একজন উপস্থিত থাকলেও তারা কোন কাজ করছেন না। কাস্টম হাউসের প্রধান ফটকে কলম বিরতির ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। লক করা আছে কাস্টমস হাউসের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকার কারণে আমদানি রপ্তানি সংক্রান্ত কোন বিল অব এন্টি দাখিল করা সম্ভব হচ্ছে না। বেনাপোল কাস্টমস হাউজে শুল্ক আদায় সংক্রান্ত সকল ধরনের কাজ বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু আছে।বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বেনাপোল কাস্টম হাউসে কর্তকর্তা-কর্মচারীরা কলম বিরতি শুরু করলেও আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন জানান, আমরা কলম বিরতি শুরু করেছি। আজ সকাল ১০টা থেকে আগামী শনিবার বিকাল ৩ টা পর্যন্ত চলবে এ কলম বিরতি। এ সময় মধ্যে দাবি আদায় না হলে আমরা নতুন করে কর্মসূচি দেব। ভোরের আকাশ/এসআই
গাইবান্ধার পলাশবাড়ীতে ইট বোঝাই ট্রলির চাপায় কেশব বাবু (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৪ মে) বিকালে উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর কেশব বাবু গোবিন্দগঞ্জের নাকাইহাট এলাকার সুজন চন্দ্র ও ছন্দা রানী দম্পত্তির একমাত্র ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৩টার দিকে কেশব বাবু তার মা ও নানীর সঙ্গে ভ্যানযোগে মাঠের হাটে ডাক্তার দেখাতে যাচ্ছিল। পথিমধ্যে পবনাপুর-ডাকঘরগামী পাকা সড়কের মোস্তফাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে শিশু কেশব বাবু মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। এসময় ট্রলির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রলিটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘাতক ট্রলিটি হেফাজতে নেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টু বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (১৩ মে) রাতে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিজিবি ৫৩ ব্যাটালিয়নের বারোমারী বিওপি টহল দল তাদের আটক করে।বিজিবির পক্ষ থেকে বুধবার (১৪ মে) বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি এলাকার আবুল হোসেনের ছেলে আয়াতুল্লাহ (৪৫), কালু মিয়ার ছেলে দুলাল উদ্দিন (৩১) ও চর রানীনগর এলাকার আব্দুল বাশিরের ছেলে শাহাবুল (২১)।বিজিবি জানিয়েছে, তারা নিয়ম বহির্ভূতভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো এবং সেখানে তারা জীবিকা নির্বাহ করতো। গেল রাতে ভারত থেকে দেশে ফেরার সময় আটক হয় তারা। আটক ব্যক্তিদের হেফাজত থেকে ভারতীয় রুপি, মোবাইল ফোন এবং বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ভোরের আকাশ/এসআই