সিপন আহমেদ, মানিকগঞ্জ
প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৬:০০ পিএম
মানিকগঞ্জে হেরোইনসহ ২ যুবক আটক
মানিকগঞ্জে হেরোইনসহ দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন- সানি মিয়া দুর্জয় (২৩) ও বিজয় (২০)।
মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫ টার দিকে সদর উপজেলার নবগ্রাম পূর্বপাড়া তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনার সময় দুর্জয় ও বিজয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হেরোইনের অনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।
ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ