× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে জাটকা শিকারে শিশুরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১২:৩৩ এএম

রাজবাড়ীতে জাটকা শিকারে শিশুরা

রাজবাড়ীতে জাটকা শিকারে শিশুরা

প্রাপ্তবয়স্করা অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা শিকার করলে সহজেই আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে পড়তে পারেন, তাই এই কাজটি খুব সুকৌশলে করা হচ্ছে শিশু-কিশোরদের দিয়ে। এমন ঘটনা অহরহ চোখে পড়ছে রাজবাড়ী জেলার পদ্মা নদীতে।শিশুদের দিয়ে অবৈধভাবে জাটকা শিকার করানো হচ্ছে। জেলার বিভিন্ন জায়গায় সুবিধামতো শিশু কিংবা বয়স্ক জেলেরা প্রকাশ্যে কারেন্ট জাল ব্যবহার করে নিষিদ্ধ জাটকা শিকার করছে। যা দেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর।

মৎস্য কর্মকর্তা বলছেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে রাজবাড়ী জেলার বিভিন্ন বাজারে এই অবৈধ কারেন্ট জালও সহজেই পাওয়া যাচ্ছে, যা কার্যত পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সরকার নিষিদ্ধ করেছে যে, জাটকা ইলিশ মাছ ধরা, বহন করা এবং বিক্রি করা যাবে না, তবে তা মানা হচ্ছে না। এই অবৈধ কার্যকলাপের ফলে ইলিশ মাছের বিলুপ্তি এবং সামগ্রিক মৎস্য সম্পদের সংকট আরও তীব্র হয়ে উঠছে।

জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী জানা যায়, রাজবাড়ী জেলায় ১৪ হাজার ২০০ নিবন্ধনকৃত জেলে রয়েছে। তবে শিশুদের নিবন্ধনকৃত জেলে হওয়ার কোনো সুযোগ নেই। কিন্ত বাস্তবে দেখা যায়, কিছু জেলে সরকারের নিয়ম-কানুন মেনে চললেও অধিকাংশই মৎস্য আইন অমান্য করছে। শিশুদেরও এই কার্যকলাপে জড়িয়ে পড়া বিশেষ উদ্বেগের বিষয়। জেলার নিবন্ধনকৃত জেলেদের পাশাপাশি শত শত শিশু জেলে প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল এবং চায়না দুয়ারী দিয়ে ইলিশ মাছ শিকার করছে।

একাধিক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন যাবৎ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছি। বাজার থেকে প্রকাশ্যে কারেন্ট জাল ক্রয় করছি। কখনও কেউ বাঁধা দেয়নি। কিন্ত অভিযানের সময় মৎস্য কর্মকর্তা, নৌ পুলিশ নদীতে অভিযান পরিচালনা করেন। তখন কারেন্ট জাল ধরলে পুড়িয়ে দেওয়া হয়।

গোয়ালন্দ মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. অছেল বেপারী বলেন, আমরা নিবন্ধনকৃত জেলেরা সব সময় সরকারি নিয়মনীতি মেনে চলি। কিন্ত দেখা যায়, মৌসুমী জেলেরা এই সুযোগ নিয়ে নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছে। যার দায় আমাদের ওপর পড়ে। কারেন্ট জাল প্রকাশ্যে বিক্রি হয়। সেদিকে অভিযান পরিচালনা করা প্রয়োজন। তাহলে নদীতে কারেন্ট জাল দিয়ে কেউ মাছ শিকার করতে পারবে না।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, রাজবাড়ী জেলায় ১৪ হাজার ২০০ জন নিবন্ধনকৃত জেলে রয়েছে। শিশু ও কিশোর জেলে রয়েছে কিনা এমন প্রশ্নে এই কর্মকর্তা বলেন, জাতীয় পরিচয় পত্র পাওয়ার পূর্বে নিবন্ধনকৃত জেলে হওয়ার কোনো সুযোগ নেই। জেলেদের সচেতন করতে আমরা জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছি। প্রতিটি উপজেলায় জেলেদের মধ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে যাতে তারা বুঝতে পারে, এই কার্যকলাপ শুধু তাদের নয়, পুরো জাতির জন্য ক্ষতিকর। তবে এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা এবং এর সমাধানে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তবে শিশুদেরকে দিয়ে জাটকা শিকার করানো নিয়ে প্রশাসনের তেন কোনো মাথা ব্যাথা লক্ষ্য করা যাচ্ছে না। এটাকে আসল জেলেরা ধরা ছোঁয়ার বাইওে থাকছে আর দুর্ঘটনার আশঙ্কায় থাকছে শিশুরা। বিষয়টি প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব নজরে আনলে একদিকে, জাটকা ধরা বন্ধ হবে, অপরদিকে শিশুরাও দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাবে। 

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

গাইবান্ধায় ‘ইউথ ফর বাংলাদেশ’ আয়োজনে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

কুড়িগ্রামে সাঁপুড়ের প্রাণ নেয়া সাপটিকে চিবিয়ে খেলো আরেক সাঁপুড়ে

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা

জমিয়াতুল মোদার্রেছীনের আর্থিক সহায়তা পেলো মাদ্রাসা শিক্ষক-কর্মচারীরা