ছবি : ভোরের আকাশ
ঢাকার মিটফোর্ডে এক ব্যবসায়ী হত্যার ঘটনার পর বিএনপিকে ঘিরে বিভিন্নস্থানে বিভিন্ন রাজনৈতিক দল অবস্থান কর্মসূচি ও মিছিল করেন তারই প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের সমর্থনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা বলেন, “দেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন সৃষ্টি হচ্ছে, ঠিক তখনই জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের মতো কিছু দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা বিএনপির গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে ধারাবাহিক চক্রান্ত করছে। আমরা এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তারা আরও বলেন, “এই ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। জনগণ এই অপকৌশল কখনো মেনে নেবে না। ব্যালট বিপ্লবের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন ছায়েদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মীর আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর সাত্তার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ শিকদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব নেগাবান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সেলিমসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বরিশালে দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতারা।সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বরিশাল নগরীর সদর রোডে হোটেল কিং ফিশারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এনসিপি নেতাকর্মীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বরিশালে পদযাত্রা ও পথসভা করবে এনসিপির কেন্দ্রীয় নেতারা।মতবিনিময় সভায় বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এরপরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা।আজ বিকেলে বরিশাল জেলা মহানগর এনসিপি নেতারা সদর রোডে গণসংযোগ করার কথা জানিয়েছেন। একই সাথে আগামীকাল মঙ্গলবার সকালে নগরীর বাজার রোডে গণসংযোগ করবে বলে বিষয়টি অবহিত করেন।জানা গেছে, এনসিপি নেতারা রুপাতলী থেকে পরিবহ যোগে নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল কলেজ এর মুখে অবস্থান নিবে। এরপর সেখান থেকে তারা পদযাত্রা করে হাসপাতাল রোড হয়ে জেলখানার মোড় থেকে সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউ অবস্থান করবে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে পদযাত্রা শেষ করবে।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগর সাংগঠনিক মাহিন মোর্শেদ সহ নেতৃবৃন্দরা।ভোরের আকাশ/জাআ
ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্টা রাণী বর্মণ, সদর পুলিশ ফারির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মো. আতিকুর রহমান খান।অনুষ্ঠানে জেলার সাত উপজেলা থেকে পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য ৪ জন শ্রেষ্ঠ কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়।শেষে প্রধান অতিথি ৪ শ্রেষ্ঠ কর্মী ও ৫ প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।ভোরের আকাশ/এসএইচ
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)'র ছবি অবমাননা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে মিথ্যা অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (১৪ জুলাই) দুপুরে জিয়া পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।জিয়া পরিষদের জেলা আহবায়ক আব্দুল আউয়াল আরজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. আ.স.ম. আসাদুজ্জামান সাজুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা জিয়া পরিষদের আহবায়ক খন্দকার শফিউল ইসলাম রিপু, সদস্য সচিব মুকুল মাসুদ প্রমূখভোরের আকাশ/এসএইচ
জামায়াত-শিবিরের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।সোমবার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জ শহরের 'ল কলেজ' এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, ‘গোপনচক্র’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ নষ্ট করছে এবং সারা দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। এ সময় তারা জামায়াত-শিবিরকে রাজাকার আখ্যা দিয়ে বাংলা ছাড়ার হুঁশিয়ারিও দেন।বিক্ষোভ শেষে এক পথসভায় জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, “ছাত্রসমাজকে লক্ষ্য করে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে, তা প্রতিহত করতেই আমরা রাজপথে নেমেছি। নিরীহ ছাত্রদের ব্যবহার করে শিক্ষাঙ্গনে মব তৈরি করা হচ্ছে, যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”তিনি আরও বলেন, “গোপন রাজনৈতিক তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মণ্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়নসহ দলের সহস্রাধিক নেতাকর্মী।ভোরের আকাশ/এসএইচ