গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫ ০৫:১২ পিএম
গোপালপুরে বিষমুক্ত কৃষি আবাদে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত
টাঙ্গাইলের গোপালপুরে কৃষকদের ফসল ও বিষ ও কীটনাশকমুক্ত ফল,উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদে ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। এ নিরাপদ কৃষি কর্মসূচি মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (১৭ মে) গোপালপুর উপজেলা পরিষদ হল রুমে কৃষি বিষয়ক এক পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের উপপরিচালক কৃষিবিদ মোঃ আশেক পারভেজ। এতে সভাপতিত্ব করেনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
জানা যায়, কৃষি সম্প্রসারণ বিভাগ প্রান্তিক পর্যায়ের কৃষক-কিষাণীদের নিয়ে প্রথমে গ্রুপ গঠন করছেন। এরপর এদেরকে যুগোপযুগী প্রশিক্ষণ এবং ডিজিটাল কৃষিকার্ড প্রদান করা হচ্ছে।
কৃষি বিভাগ সুত্রে জানানো হয়, প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ, নামক প্রকল্পের আওয়তায় উপজেলার কয়েকটি গ্রামে কৃষক পার্টনার স্কুল গ্রুপ তৈরি করা হয়। এ সুসংবদ্ধ পার্টনার স্কুল গ্রুপের মাধ্যমে কৃষিবিদরা কৃষকদের নানামুখি প্রশিক্ষণ দিচ্ছেন। প্রকল্পের কাজ সফলভাবে চলছে। নিরাপদ কৃষির মাধ্যমে উৎপাদিত কৃষি পণ্য দেশবিদেশে বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, মৎস্য অফিসার সৌরভ কুমার, কৃষক আব্দুর রউফ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবাগত সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিকুল হাসান ও মোঃ তৌসিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকগণ।
ভোরের আকাশ/এসআই