টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০৭:০৪ পিএম
টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে অস্ত্রসহ গ্রেফতার ২ জন
টঙ্গীতে একটি পোশাক কারখানার উচ্ছিষ্ট কাপড়ের অংশ ‘ঝুট’ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে সাংবাদিক ও পথচারী রয়েছেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় শুক্রবার দিবাগত রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে দিপু সরকার ও জসিম নামে দুইজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ গণমাধ্যমকে জানায়, শুক্রবার (২৩ মে) ওই দুই গ্রুপের সংঘর্ষকালে বেশকয়টি ককটেল বিস্ফোরণ, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কাজী হুমায়ুন কবির বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি দায়ের করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, এটি একটি পূর্বপরিকল্পিত সহিংসতা ছিল। অভিযানে আমরা দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্য অভিযুক্তদের শনাক্ত করে বাকিদের গ্রেফতার করা হবে।
ভোরের আকাশ/এসআই