চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫ ০৩:০১ পিএম
রায়গঞ্জে ফসল নষ্ট করায় রাইস মিল থেকে ক্ষতিপূরণ আদায়
সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষকের ফসলের ক্ষতির অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন আগারগাঁওয়ে অভিযুক্ত রিয়া অটো রাইস মিল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী কৃষক এসএম সোহাগ সরকারের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের যুগ্ন সচিব ও মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এ ক্ষতিপূরণ জমা দানের আদেশ দেন।
সৈয়দ ফরহাদ হোসেন সাক্ষরিত ওই পত্র সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা মৌজায় তিন ফসলী জমিতে গড়ে উঠে স্থানীয় কতিপয় প্রভাবশালীদের বিসমিল্লাহ অটো রাইস মিল। এর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পর রাতারাতি নাম পরিবর্তন করে রাখা হয় রিয়া অটো রাইস মিল।
একই এলাকার ভুক্তভোগী কৃষক ও সচেতন মহলের পক্ষে সংশ্লিষ্ট দপ্তর সমূহে মিলটির বিরুদ্ধে বিষাক্ত পানি, বর্জ্য, ছাই ও কালো ধোয়ায় ফসল ও পরিবেশ নষ্টের হাত থেকে রক্ষার দাবিতে অভিযোগ পত্র দাখিল করেন এস এম সোহাগ।
অভিযোগের পর সিরাজগঞ্জের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনা¯’ল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় জমা দেওয়ার পর তদন্ত প্রতিবেদনের আলোকে এক শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সরেজমিন পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য এবং সর্বশেষ শুনানী শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা-৭ এর আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে করা হয়। টাকার অঙ্কে যার পরিমাণ এক লাখ টাকা।
মিলটির বিষয়ে পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরকে এ কার্যালয়ের আদেশ বাস্তবায়নের বিষয়টি নিয়মিত মনিটরিং প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ ও স্থানান্তরের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের জন্য অনুরোধ করেন এ কর্মকর্তা।
ভোরের আকাশ/আজাসা