কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৩:৪৯ পিএম
কুড়িগ্রামে ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী
মাদক নিয়ন্ত্রণ, বিভিন্ন হাঁট বাজারে চাঁদাবাজি বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, ট্রাফিক কন্ট্রোল, বাজার নিরাপত্তা এবং জেলাব্যাপী চেকপোস্ট নিয়ন্ত্রণসহ মাঠে নেমে ২৪ ঘন্টা কাজ করছে সেনাবাহিনী।
বুধবার (৬ জুন) সকাল ১০ টায় শহরের শাপলা চত্বর জিরো পয়েন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর আহাদ জানান, কুড়িগ্রামে চাঁদাবাজিবন্ধ, অবৈধভাবে দখল, চোরাকারবারি রোধ, মাদকসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না ঘটে; এজন্য আমরা সর্বদা সোচ্চার।
ক্যাপ্টেন খালিদ জানান, সর্ব সাধারণের জানমালের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। যাত্রী সাধারণ যেন ঈদের বাড়তি যানজটের চাপের কারণে কোন ধরনের ভোগান্তির শিকার না হন এবং কোন দুর্ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যেই এই টহল ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনী দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে, এজন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে।
এই প্রতিবেদন লেখার পুর্বমুহুর্তে সেনাবাহিনীর একাধিক সদস্যদের সাথে কথা হলে তাঁরা জানান, এবছর পরিবার, পরিজন ছাড়া মানুষের জান ও মালের নিরাপত্তার স্বার্থে ঈদুল আযহা কুড়িগ্রামে পালন করব।
এবিষয়ে রিকশা চালক লিয়াকত আলীর সাথে কথা হলে তিনি বলেন, রাস্তায় যানজট নিরসন ও বাড়তি চাপ কমাতে সেনাবাহিনীর এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সেনাবাহিনীর এ কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হতে দেখা গেছে।
ভোরের আকাশ/জাআ