বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৭ এএম
ছবি- ভোরের আকাশ
বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, সময় মত মামলার প্রতিবেদন না আসায় ঠিক মতো মামলার কার্যপরিচালনা করা সম্ভব হচ্ছে না ও যথা সময়ে মেডিকেল সাটিফিকেট না প্রেরণ এবং আদালতে ঠিক মত সাক্ষীদের হাজির করবার নির্দেশ প্রদান করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেলিম রেজা, স্পেশাল ম্যাজিস্ট্রেট (বিদ্যুৎ আদালত) রুবাইয়া আমেনা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খোকন হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, রেনেসাঁ খান, মো. ফজলুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল ইসলাম, আফসানা শারমিন ইভা, সৈয়দ আবিদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-৮ প্রতিনিধি, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, দুদক প্রতিনিধি, সমাজসেবার প্রবেশন অফিসার, সিআইডির প্রতিনিধি, নৌ পুলিশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণপূর্ত প্রতিনিধি, শেবাচিম হাসপাতাল ও কলেজের প্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পেন্ডিং প্রসেস জারীর ক্ষেত্রে সমস্যা সমূহ চিহ্নিত ও দুরীকরণ, আদালতে সাক্ষী হাজির নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা যাওয়া কালীন নিরাপত্তা, অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে ছোট খাটো সমস্যা দূরীকরণ, কারাগারে থেকে বিচারাধীন মামলার আসামিদের সময় মত আদালতে হাজির, ক্রোকি পরোয়ানা তামিল নিশ্চিতকরণ, আদালত অঙ্গন বিচারক ও আদালতের অন্যান্য কর্মকর্তা-কমর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মালখানা থেকে সময় মত আলামত হাজিরকরণ, সুষ্ঠু ফৌজদারি বিচার নিশ্চিত করাণের্থে ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে পারস্পারিক সমন্বয় ও সহযোগীতা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তির জন্য গৃহীতব্য পদক্ষেপ সমূহ, যথা সময়ে মেডিকেল সাটিফিকেট প্রেরণ, আদালত চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রদান সংক্রান্ত, আদালত কর্তৃক প্রেরিত যাবতীয় চিঠি পত্র প্রেরণ, গুরুত্বপূর্ণ অন্যান্য বিষয় সংক্রান্ত সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সমস্যা ও সমাধানের বিষয়ে নানা দিক-নির্দেশনা দেওয়া হয় কনফারেন্সে।
সভার সার্বিক সহযোগিতায় ছিলেন সিজেএম কোর্টের নাজির মো. তারিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
ভোরের আকাশ/জাআ