টুংগিবাড়িয়া গ্রাম আদালত পরিদর্শনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উন্নয়ন সহযোগীরা
অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, রয়েল নরওয়েজিয়ান এম্বেসি ঢাকা, সুইডেন অ্যাম্বাসি ঢাকা এবং ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেছেন।পরিদর্শনে অংশ নেন—সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনার; হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নরওয়ের রাষ্ট্রদূত; নিকোলাস উইকস, সুইডেনের রাষ্ট্রদূত; আসিফ কাশেম, প্রোগ্রাম ম্যানেজার, অস্ট্রেলিয়ান হাইকমিশন; স্টেফান লিলার, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ; সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিবি-৩; রোমানা শোয়াইগার, উপদেষ্টা, UNDP বাংলাদেশসহ বিভিন্ন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও UNDP প্রতিনিধিরা।প্রতিনিধিদল প্রত্যক্ষ করেন কীভাবে গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজ, সাশ্রয়ী ও সম্প্রদায়ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম আদালতের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, এ উদ্যোগ তাদের সময় ও খরচ বাঁচিয়েছে এবং ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।সফরের আয়োজক ছিলেন নাদিরা রহমান, চেয়ারম্যান, টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদ। তিনি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিদর্শন শেষে প্রতিনিধিদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন।এ সফর বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং UNDP-র মধ্যে সহযোগিতার দৃঢ়তা প্রদর্শন করেছে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের কার্যকারিতা আরও জোরদার করবে।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ এএম
বরিশালে আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি
বরিশাল আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তার সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বরিশাল আদালত পাড়া পরিদর্শন করেন তিনি।বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত রোডম্যাপের বছরপূর্তী উপলক্ষে সাতটি বিভাগীয় হেডকোয়ার্টারে ঘুরে ঘুরে সেমিনার, সিম্পোজিয়াম পরিদর্শন করছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।এতে উপস্থিত থাকছেন সাতটি দেশের রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানরাও। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি বরিশাল আদালতে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিচারকরা।এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বিচার বিভাগের কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি স্থানীয় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।সভায় জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সভাপতিত্ব করেন। নাম প্রকাশ না করার শর্তে বরিশাল জেলা আইনজীবী সমিতির এক জ্যেষ্ঠ সদস্য বলেন, আদালতে প্রধান বিচারপতির আগমন নতুন কিছু নয়, কিন্তু রাষ্ট্রদূতদের একসঙ্গে আসা—এটা সত্যিই ঐতিহাসিক।প্রধান বিচারপতি বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন। অন্যদিকে, রাষ্ট্রদূতরা ন্যায়বিচার প্রক্রিয়ার অগ্রগতিকে স্বাগত জানান।ভোরের আকাশ/জাআ
২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০৮ পিএম
বরিশাল নতুল্লাবাদ থেকে আ. লীগের মশাল মিছিল, আটক ৪
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' 'শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'- হঠাৎ বরিশালে এমন শ্লোগানসহ অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি সহ তার বিরুদ্ধে নানা স্লোগান নিয়ে নগরীতে একটি মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা।রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিক একটি ঝটিকা মিছিল বের হতে দেখা যায়। এসময় তাদেরকে সাধারণ জনতা ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে তুলে দেন।প্রতক্ষদর্শীরা জানান, রাত ৮ টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপদ ফেরি বিভাগের সামনে থেকে আকস্মিক মশাল মিছিল বের করে আওয়ামী লীগ নেতা কর্মীরা। এসময় তারা 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' এমন স্লোগানসহ প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূসের বিরুদ্ধে নানান স্লোগান দেন।এক মিনিট ধরে চলা মিছিলটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হলে ঘটনাস্থলে থাকা ছাত্র জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় পালানোর সময় ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্র জনতা।আটকৃতরা হলো ৩০নং ওয়ার্ডের বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো. জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো. শাহীন শেখ।বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন সিকদার বলেন, মিছিল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলো আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতোদিন বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল করতে দেখা যায়নি।ভোরের আকাশ/জাআ
২২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৮ পিএম
ইসলামী ব্যাংক বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের বরিশাল শাখা প্রাঙ্গণে এই সম্মেলন হয়।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল। স্বাগত বক্তব্য দেন বরিশাল জোন প্রধান মো. সরোয়ার হোসাইন।এ সম্মেলনে বরিশাল জোনের অধীন বিভিন্ন শাখার প্রধান, নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।ভোরের আকাশ/এসএইচ
২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৫ পিএম
কুয়াকাটায় ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সভা
ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের আওতাধীন ৮টি সাংগঠনিক জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে ২ দিনব্যাপী (১৯-২০ সেপ্টেম্বর) বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।এতে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় (বরিশাল বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদকহাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দিক।এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার দায়িত্বশীলদের কাছে শাখার সমস্যা ও পরামর্শ শুনেন এবং তার সমাধান প্রদান করেন।প্রথম দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় প্রোগ্রামস্থলে আগমন ও কেন্দ্রীয় প্রতিনিধিদের স্বাগত জানানোর মাধ্যমে। এরপর ছিল সামুদ্রিক গেম ও ভ্রাতৃত্বমূলক খেলাধুলা। দুপুরের নামাজ ও খাবারের পর শুরু হয় সাংগঠনিক অধিবেশন, যেখানে দাওয়াতি কাজ, আদর্শ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।সন্ধ্যার পর ছিল নামাজ আদায়, ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা, রাতের খাবার এবং দিনশেষে রিপোর্টিং সেশন।দ্বিতীয় দিন শুরু হয় ফজরের নামাজ ও আলোচনা দিয়ে। সকালের অধিবেশনের পর দুপুরে খাবার গ্রহণ ও অংশগ্রহণকারীদের বিদায় জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।এই সভার মাধ্যমে বরিশাল বিভাগের যুব সংগঠকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও যুব সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ভোরের আকাশ/জাআ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৩ পিএম
সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা: বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।এর আগে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন সাংবাদিককে বাধা দেওয়া হয় এবং মার্কেটিং ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কতিপয় শিক্ষার্থী তাদের হুমকি-ধামকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রজ্ঞাপন জারি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনাগুলো হলো:সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।ভোরের আকাশ/জাআ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৪ পিএম
বরিশালে মাসুদুর রহমান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বরিশালের কোতয়ালী থানার চাঞ্চল্যকর মাসুদুর রহমান (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মো. লোকমান হোসেন (৩৬)-কে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-৮, বরিশাল ও র্যাব-১০, যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যায় বরিশালের কলেজ এডিনিউ জিমি ভবনের ২য় তলায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মাসুদুর রহমানকে হত্যার চেষ্টা চালায় লোকমান ও তার সহযোগীরা। লোহার রড, হাতুড়ি, লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার পর তার কাছে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ভিকটিম মারা যান।ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে।অবশেষে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৮, বরিশালের সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।ভোরের আকাশ/জাআ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪২ পিএম
র্যাব পরিচয়ে ছিনতাই : শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
র্যাব সদস্য পরিচয়ে তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দলের নেতাসহ তিনজন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের অন্য সহযোগিরা পালিয়ে যান।এ ঘটনায় থানায় মামলার পর বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে।অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারকৃত ভুয়া র্যাব সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, আমবাড়ি এলাকা থেকে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে র্যাব পরিচয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতদের গায়ে র্যাবের কোটি পরাছিল।ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলো-আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)।অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের অপর সহযোগী সুমনসহ অন্যান্যরা হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছেন।ওসি বলেন-এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজন ভুয়া র্যাব সদস্যসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।মামলার তদন্তকারী অফিসার এসআই সৌমেন বিশ্বাস এজাহারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমবাড়ি গ্রামের খগেন ঢালীর ছেলে বিপুল ঢালী, অপর পান ব্যবসায়ী পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি করে বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে রাত সোয়া ৯টার দিকে স্থানীয় নিরঞ্জন ঢালীর মুদি দোকানের পূর্ব পাশে পৌঁছলে র্যাবের কোটি গায়ে, পিস্তল ও হ্যান্ডকাফ হাতে ৫/৬ জন ব্যক্তি র্যাব পরিচয়ে তাদের পথরোধ করেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে র্যাব পরিচয় প্রদানকারীরা তল্লাশির নামে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়।সূত্রে আরও জানা গেছে, নগদ অর্থ ছিনিয়ে নেয়ার পর র্যাব পরিচয় দেয়া ব্যক্তিদের ওপর ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তারা বিষয়টি মোবাইল ফোনে থানা পুলিশকে অবহিত করেন।পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাটরাগামী ব্রিজের ওপর থেকে র্যাবের কোটি পরিহিত উল্লিখিত তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র্যাব সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের সহযোগী সুমনসহ অন্যান্যরা পিস্তল, হ্যান্ডকাফ ও মোটরসাইকেলসহ কৌশলে পালিয়ে যায়।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
র্যাব পরিচয়ে ছিনতাই : শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩
র্যাব সদস্য পরিচয়ে তিনজন পান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দলের নেতাসহ তিনজন ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের অন্য সহযোগিরা পালিয়ে যান।এ ঘটনায় থানায় মামলার পর বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে।অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তারকৃত ভুয়া র্যাব সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারণ সম্পাদক সিকদার মো. লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন, আমবাড়ি এলাকা থেকে ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে র্যাব পরিচয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এসময় গ্রেপ্তারকৃতদের গায়ে র্যাবের কোটি পরাছিল।ওসি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা হলো-আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার (৩৪)।অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের অপর সহযোগী সুমনসহ অন্যান্যরা হ্যান্ডকাফ, অস্ত্র ও মোটরসাইকেল নিয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছেন।ওসি বলেন-এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিনজন ভুয়া র্যাব সদস্যসহ অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।মামলার তদন্তকারী অফিসার এসআই সৌমেন বিশ্বাস এজাহারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে আমবাড়ি গ্রামের খগেন ঢালীর ছেলে বিপুল ঢালী, অপর পান ব্যবসায়ী পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকার পান বিক্রি করে বাড়িতে ফিরছিলেন।পথিমধ্যে রাত সোয়া ৯টার দিকে স্থানীয় নিরঞ্জন ঢালীর মুদি দোকানের পূর্ব পাশে পৌঁছলে র্যাবের কোটি গায়ে, পিস্তল ও হ্যান্ডকাফ হাতে ৫/৬ জন ব্যক্তি র্যাব পরিচয়ে তাদের পথরোধ করেন। পরবর্তীতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে র্যাব পরিচয় প্রদানকারীরা তল্লাশির নামে ব্যবসায়ীদের কাছে থাকা নগদ অর্থ জোরপূর্বক ছিনিয়ে নেয়।সূত্রে আরও জানা গেছে, নগদ অর্থ ছিনিয়ে নেয়ার পর র্যাব পরিচয় দেয়া ব্যক্তিদের ওপর ব্যবসায়ীদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তারা বিষয়টি মোবাইল ফোনে থানা পুলিশকে অবহিত করেন।পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাটরাগামী ব্রিজের ওপর থেকে র্যাবের কোটি পরিহিত উল্লিখিত তিনজনকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা ভুয়া র্যাব সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের সহযোগী সুমনসহ অন্যান্যরা পিস্তল, হ্যান্ডকাফ ও মোটরসাইকেলসহ কৌশলে পালিয়ে যায়।ভোরের আকাশ/মো.আ.
১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৯ এএম
১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
যেখানে বদলি, সেখানেই বিয়ে করে দেশব্যাপী আলোচিত বরিশাল বিভাগীয় সেই বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে চাকরি দেওয়া কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে। এ নিয়ে তার বিচারের দাবিতে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সভা করেন।এসময় ঢাকার বাসিন্দা নাজনীন আক্তার শীলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলনসহ একাধিক নারী তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করেন।অপরদিকে একাধিক বিয়েকাণ্ডের ঘটনায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে আদালতে মামলা করেছেন এক আইনজীবী। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্ব-প্রণোদিত হয়ে মেট্রোপলিটন প্রথম আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মো. সাদিক আহমেদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।মামলার বাদী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানিয়েছেন, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা। তিনি এর আগে ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে ১৭টি বিয়ে ও বিয়ের নামে প্রতারণা করেছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি বিষয়টি জেনেছেন।আইনজীবী আরো জানিয়েছেন, আসামি বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী প্রতিটি বিয়ের বিষয়ে মুসলিম ফ্যামিলি আইনের ১৯৬১ এর ৬ ধারার বিধান লঙ্ঘন করে অধ্যাদেশ ৬ (৫) এর (খ) ধারার অপরাধ সংঘটিত করেছেন।এছাড়া প্রথম বিয়ের পর তা গোপন রেখে এক এক করে ১৭টি বিয়ে ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি এবং আমাদের সমাজব্যবস্থাকে চ্যালেঞ্জ করে গুরুতর অপরাধ সংগঠিত করেছেন। গণমাধ্যমের খবর দেখে তিনি (আইনজীবী) স্ব-প্রণোদিত হয়ে আদালতে মামলা করেছেন।সার্বিক বিষয়ে জানতে অভিযুক্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫২ এএম
নাজিরপুরে ছেঁড়া বিদ্যুৎ তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে হরিদাসী হালদার (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নাজিরপুর সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের রাস্তার পাশে থাকা সুপারি বাগানে পরে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়ালে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হরিদাসী হালদার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সুখরঞ্জন হালদারের স্ত্রী।মৃত হরিদাসী হালদারের ছেলে রিপন হালদার জানান , বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খালে গোসল করার জন্য তাদের সুপারি বাগানের ভিতর দিয়ে রাস্তায় উঠার সময় সাত- আট দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছেঁড়া ছিল সেই ছেঁড়া বৈদ্যুতিক তারে তার কানের পাশে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি অভিযোগ করে আরো বলেন ৭-৮দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছিল এবং আমারা এ বিষয়টি নাজিরপুর উপজেলা বিদ্যুত অফিসে জানানোর পরেও তারা না আসায় এ দুর্ঘটনা ঘটে।হরিদাসী হালদারকে বাঁচাতে তার নাতি অনিক হালদার এগিয়ে আসলে সে ও আহত হয়। পরে এলাকাবাসী হরিদাসী হালদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ//হ.র