বরিশাল ব্যুরো
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০৩ পিএম
ছবি: ভোরের আকাশ
ইসলামী যুব আন্দোলন বরিশাল বিভাগের আওতাধীন ৮টি সাংগঠনিক জেলা শাখার দায়িত্বশীলদের নিয়ে ২ দিনব্যাপী (১৯-২০ সেপ্টেম্বর) বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় (বরিশাল বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন, কেন্দ্রীয় প্রচার সম্পাদকহাফেজ মাওলানা মুফতী আবু বকর সিদ্দিক।
এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলার দায়িত্বশীলদের কাছে শাখার সমস্যা ও পরামর্শ শুনেন এবং তার সমাধান প্রদান করেন।
প্রথম দিনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় প্রোগ্রামস্থলে আগমন ও কেন্দ্রীয় প্রতিনিধিদের স্বাগত জানানোর মাধ্যমে। এরপর ছিল সামুদ্রিক গেম ও ভ্রাতৃত্বমূলক খেলাধুলা। দুপুরের নামাজ ও খাবারের পর শুরু হয় সাংগঠনিক অধিবেশন, যেখানে দাওয়াতি কাজ, আদর্শ প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সন্ধ্যার পর ছিল নামাজ আদায়, ভ্রাতৃত্বপূর্ণ আলোচনা, রাতের খাবার এবং দিনশেষে রিপোর্টিং সেশন।
দ্বিতীয় দিন শুরু হয় ফজরের নামাজ ও আলোচনা দিয়ে। সকালের অধিবেশনের পর দুপুরে খাবার গ্রহণ ও অংশগ্রহণকারীদের বিদায় জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই সভার মাধ্যমে বরিশাল বিভাগের যুব সংগঠকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক দৃঢ়তা ও নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি মাঠপর্যায়ে দাওয়াতি কার্যক্রম ও যুব সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/জাআ